অনেক কথা বলেও তবু – গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ও সুরকার সুপর্ণকান্তি ঘোষ। মান্না দে’র কন্ঠে প্রথমে গানটি রেকর্ড করা হয়। গানটি ১৯৮৬ সালে প্রথম প্রকাশিত হয়। প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।
গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।
অনেক কথা বলেও তবু – সুপর্ণকান্তি ঘোষ | গৌরীপ্রসন্ন মজুমদার | মান্না দে
Onek Katha Boleo Tobu Sab Katha (1986)
অনেক কথা বলেও তবু
সব কথা কি শেষ করা যায়? -২
কিছু সময় কাছে থেকে
কতটুকু মন ভরা যায়
অনেক কথা বলেও তবু
সব কথা কি শেষ করা যায়?
উম উম হুম হুম হুম হুম
কিছুটা তো বুঝে নিতে হয়
মনটাকে খুঁজে নিতে হয় -২
কাঁচ দিয়ে বলো কিগো
সুখের স্বর্গ গড়া যায়!
অনেক কথা বলেও তবু
সব কথা কি শেষ করা যায়?
তবে তাই হোক
হাসি ভুলে জলে ভরে থাক দুটো চোখ
তবে তাই হোক তবে তাই হোক।
যে সেতারের ছিঁড়ে গেছে তার
বাজিয়ে কী হবে বলো আর -২
সূর্যের ওই এত আলো
শিশিরে কি যায় ধরা যায়?
অনেক কথা বলেও তবু
সব কথা কি শেষ করা যায়?
কিছু সময় কাছে থেকে
কতটুকু মন ভরা যায়
অনেক কথা বলেও তবু
সব কথা কি শেষ করা যায়?
হুম হুম হুম হুম হুম হুম
আ হা আ হা আ আ আ
সুপর্ণকান্তি ঘোষ বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ এর সুসন্তান। সুপর্ণকান্তি যখন খুবই ছোট তখন ঠাকুরমার ঝুলির দুটি জনপ্রিয় গল্পকে সুরে বেঁধেছিলেন নচিকেতা ঘোষ। সেই দুটি সঙ্গীত আলেখ্যর দুটি চরিত্রে গান গেয়েছিলেন সুপর্ণকান্তি- সেই তাঁর প্রথম স্টুডিওতে যাওয়া।
সাত আট বছর বয়স থেকে বাবার সুরারোপিত গানে বঙ্গো বাজাতেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে আরতি মুখোপাধ্যায় বহু বিখ্যাত শিল্পীর গানের সঙ্গে বঙ্গো সঙ্গত করে ছোটবেলা থেকেই সুর সৃষ্টিতে হাতে খড়ি।
১৯৭৬ সালে বাবার মৃত্যুর পর তাঁর হারমোনিয়ামটা হাতে পেয়ে, গৌরীপ্রসন্ন মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু তাঁর বাবার ফেলে দেওয়া অনেক গানে সুর দিতে শুরু করলেন সুপর্ণকান্তি। মান্না দে আর ভূপেন হাজারিকা সহ বহু নামজাদা শিল্পী গান করেছেন তাঁর সুরে। মান্না দে সুপর্ণকান্তি ঘোষের সুরে বাংলা গান গেয়েছেন পঞ্চাশটি- যেটি একটি রেকর্ড।
আরও দেখুন: