অনেক বেদনা ভরা [ Onek bedona vora ]

অনেক বেদনা ভরা
এস ডি রুবেল

“অনেক বেদনা ভরা” গানটি লিখেছেন তাপস বিশ্বাস এবং গানটি সুর করেছেন প্রানব ঘোষ । গানটি গেয়েছেন এস ডি রুবেল 

অনেক-বেদনা ভরা [ Onek bedona vora ]

গীতিকারঃ তাপস বিশ্বাস

সুরকারঃ প্রানব ঘোষ

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ এস ডি রুবেল

অনেক বেদনা ভরা [ Onek bedona vora ]

অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।।।
অনেক দেখেছি আমি এই জীবনে
করুনা কারো পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।
বুঝিনা কেন তুমি
আস বারে বার,
কি এমন আছে বল
তোমাকে দেবার ও।।
অনেক শিখেছি ভালবেসে

অনেক বেদনা ভরা
এস ডি রুবেল

উপহাস আর পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।
ভালোবাসা যদি হয়
মরনের নাম,
মনে রেখ এই হৃদয়
তোমাকে দিলাম ও।।
অনেক সয়েছি জ্বালা ভালোবেসে
সান্ত্বনা আর পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।।।
অনেক দেখেছি আমি এই জীবনে
করুনা কারো পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।

আরও দেখুনঃ

Leave a Comment