অপরাধী হইলেও আমি তোর [ Oporadhi holeo ami tor ]

অপরাধী হইলেও আমি তোর [Oporadhi holeo ami tomer e ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: সিদ্দিকুর রহমান [Siddikur Rahman]

 

অপরাধী হইলেও আমি তোর

আমি তোর পিরিতের মরা
আমি তোর পিরিতের মরা তুই
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী -হইলেও আমি তোর
আমি তোর পিরিতের মরা
আমি তোর পিরিতের মরা তুই
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী হইলেও আমি তোর
আমায় যদি দাও তারাইয়া
এমন জাগা নাইরে গিয়া
এই অভাগার জুরাইতাম অন্তর রে বন্ধু
এই অভাগার জুরাইতাম অন্তর
তুমি যদি ভিন্যবাস
তুমি যদি ভিন্যবাস
আমি তরে কইনা পর বন্ধু
আমি তরে কইনা পর
অপরাধী হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী- হইলেও আমি তোর
আমি তোর পিরিতের মরা তুই
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী -হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী -হইলেও আমি তোর
কত দুঃখ আমার বুকে
দেখা হাসে পাড়ার লোকে
তোর কি নাই কলঙ্কর ডর রে বন্ধু
তোর কি নাই কলঙ্কর ডর
আমি যদি যাই মরিয়া
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর বন্ধু
কে করবে তোরে আদর
অপরাধী -হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী -হইলেও আমি তোর
আমি তোর পিরিতের মরা তুই
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী -হইলেও আমি তোর
তোর রে বন্ধু অপরাধী -হইলেও আমি তোর
অপরাধী -হইলেও আমি তোর
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

বারী সিদ্দিকী:

বারী সিদ্দিকী (১৫ নভেম্বর ১৯৫৪ – ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

 

অপরাধী হইলেও আমি তোর

অপরাধী হইলেও আমি তোর [ Oporadhi holeo ami tor ] নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment