বাংলাদেশের হেভি মেটাল ঘরানার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর গাওয়া হৃদয়স্পর্শী গান “অবাক ভালবাসা” এসেছে তাদের জনপ্রিয় অ্যালবাম পথচলা থেকে। ১৯৮৪ সালের ৫ জুন প্রতিষ্ঠিত এই ব্যান্ডটি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রক ও মেটাল মিউজিক সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছে। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম স্বনামধন্য অ্যালবাম Warfaze দিয়ে যাত্রা শুরু করা দলটি আজও শ্রোতাদের মাঝে সমানভাবে সমাদৃত। শক্তিশালী লিরিক্স, দক্ষ সংগীতায়োজন ও আবেগঘন পরিবেশনার জন্য ব্যান্ডটি যেমন পরিচিত, তেমনি অবাক ভালবাসা গানটি প্রেম, অনুভূতি ও সম্পর্কের এক অনন্য শিল্পময় প্রকাশ। এই গান ওয়ারফেজের সংগীতভক্তদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
অবাক ভালবাসা লিরিক্স [ Obak Valobasa Lyrics ] । ওয়ারফেজ । Warfaze
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা…
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা…
আহাহা, আহাহা…
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
অবাক ভালবাসা লিরিক্স [ Obak Valobasa Lyrics ] । ওয়ারফেজ । Warfaze