Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

অভিনন্দন নয় প্রশংসা নয় – মান্না দে, আনন্দ মুখোপাধ্যায়

অভিনন্দন নয় প্রশংসা নয় [ Ovinondon noy prosongsa noy ] গানটি লিখেছিলেন গীতিকার আনন্দ মুখোপাধ্যায়। এই গানটি সুর করেছিলেন মান্না দে, তিনিই প্রথম রেকর্ডি করেন গানটি।

অভিনন্দন নয় প্রশংসা নয় লিরিক্স [ Ovinondon noy prosongsa noy lyrics ]

অভিনন্দন নয়
প্রশংসা নয়
নয় কোন সংবর্ধনা
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা [২]

তোমাদের কাছে চিরদিনই
আমার শিল্পীমন ঋণী [২ ]
তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর
আমার নীরব চেতনা

Singer Padmabhushan Manna Dey [ Prabodh Chandra Dey ]
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা

অভিনন্দন নয়
প্রশংসা নয়
নয় কোন সংবর্ধনা
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা

তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই
জীবন আমার হলো ধন্য যে তাই [২]
আমার সুখ দুঃখের গানে
দোলা লাগে মানুষের প্রাণে [২]
সেই তো পাথেয় জানি জীবনে আমার
সেই তো আমার সাধনা

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা

অভিনন্দন নয়
প্রশংসা নয়
নয় কোন সংবর্ধনা
মানুষের ভালোবাসা পেতে চাই আমি
চাই শুধু শুভকামনা

আরও দেখুন:

Exit mobile version