“অশ্রু দিয়ে লেখা এ গান”
গানটি সালের বাংলাদেশী রোম্যান্টিক নাট্য চলচ্চিত্র “অশ্রু দিয়ে লেখা” এর মধ্যের গাওয়া হয়েছে ।ছায়াছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ইসমাইল মোহাম্মদ,অভিনয় করেছেন সুজাতা, রাজ্জাক ও সুচন্দা।। গানটি গেয়েছেন বাংলাদেশ এর বিশিষ্ট গায়িকা সাবিনা ইয়াসমিন ।
অশ্রু দিয়ে লেখা এ গান [Osru die lekha a gaan]
প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ সাবিনা ইয়াসমিন ।
অশ্রু দিয়ে লেখা এ গান [Osru die lekha a gaan]
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
সাবিনা ইয়াসমিনঃ
সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশিনেপথ্য সঙ্গীতশিল্পী। সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেছিলেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে।
![অশ্রু দিয়ে লেখা এ গান (1972) [Osru die lekha a gaan] 1 YaifwwriN4BzRFCyqbslL4 অশ্রু দিয়ে লেখা এ গান (1972) [Osru die lekha a gaan]](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল “জন্ম আমার ধন্য হলো মা গো”, “সব ক’টা জানালা খুলে দাও না”, “ও আমার বাংলা মা”, “মাঝি নাও ছাড়িয়া দে”, “সুন্দর সুবর্ণ” ও “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার”।