Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

অসামাজিক লিরিক্স [ Oshamajik Lyrics ] । ওয়ারফেইজ । Warfaze । Sunjoy

অসামাজিক লিরিক্স [ Oshamajik Lyrics ]

ওয়ারফেইজ । Warfaze

Sunjoy

 

 

ওয়ারফেজ বা ওয়ারফেইজ‌ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় হেভি মেটাল ঘরানার সঙ্গীতদল (ব্যান্ড)। ১৯৮৪ সালের ৫ জুন ওয়ারফেইজ গঠিত হয়। ১৯৯১ সালে Warfaze নামক সঙ্গীত-সঙ্কলন (অ্যালবাম) প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু। এই সঙ্গীত-সঙ্কলনটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই পর্যন্ত ওয়ারফেইজ সাতটি সঙ্গীত-সঙ্কলন প্রকাশ করেছে,সর্বশেষ ছিলো সত্য যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে শ্রোতামহলে।

 

অসামাজিক লিরিক্স [ Oshamajik Lyrics ] । ওয়ারফেইজ । Warfaze । Sunjoy

 

 

অসামাজিক লিরিক্স

জানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেক জন
বিক্ষোভের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা নিয়মের মুখোশে
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়
কত বেশি বদলে গেছে, সমাজের রীতিনীতি হায়
স্বার্থের ভূষণে মেকী সমাজসেবক নেতার দল
অপরাধ সবারই আছে, দেখে না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক
একদিন হবে আমাদেরই জয়
থাকবে না আর মনে কারো কোন সংশয়
সেই দিন হবে পৃথিবী যে
আলো ঝরা হাসি গানে ভরা
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি করবো নাকো আর ভয়
আমি ভাঙ্গতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়

 

অসামাজিক লিরিক্স [ Oshamajik Lyrics ] । ওয়ারফেইজ । Warfaze । Sunjoy
আরও দেখুনঃ
তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar
Exit mobile version