আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স
সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সাবিনা ইয়াসমিন সংগীতে অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন অনেক বার। যেমন – ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ১০টি, বাচসাস পুরস্কার মোট ৬টি, বিএফজেএ পুরস্কার মোট ১৯৯১ সালে।
উত্তম কুমার পুরস্কার ১৯৯১ সালে, এইচ এম ভি ডাবল প্লাটিনাম ডিস্ক,বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতে ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ করেছেন ১৯৮৪ সালে, ১৯৭৪ ও ১৯৭৫ সালে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, ১৯৭৫ সালে চলচ্চিত্র পূবাণী চলচ্চিত্র পুরস্কার, ১৯৯০ সালে শেরে বাংলা স্মৃতি পদক, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার,১৯৯২ সালে জিয়া স্মৃতি পদক এবং নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে পান ‘বেস্ট সিঙ্গার’ পুরস্কার।
আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin
আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
ভালোবাসায় বাঁধি বুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
আঁচলে বান্ধিয়া রাখিবো
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
বিধাতা প্রাণ দিতো
তোমারই মুখ ছাড়া অন্য কিছু
চোখ যদি না দেখিতো
বিধাতা প্রাণ দিতো
তোমারই মুখ ছাড়া অন্য কিছু
চোখ যদি না দেখিতো
স্বর্গ তোমার মাঝে
![আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin 3 আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-81-converted-300x157.jpg)
তুমি ছাড়া পরান আমার একদিনও না বাঁচে
তোমায় নিয়ে বাঁচবো আমি, যতই ঝড় আসুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার আগে চলে যাই
মৃত্যুর পরে তখনও কি গো
তোমারই বুকে দেবে ঠাঁই
তোমার আগে চলে যাই
মৃত্যুর পরে তখনও কি গো
তোমারই বুকে দেবে ঠাঁই
জন্ম তোমার জন্য
![আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin 4 আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-80-converted-300x157.jpg)
তুমি ছাড়া হাজার জনম হবে না তো পূর্ণ
মরবো তোমায় ভালোবেসে, পৃথিবী জানুক
তোমার সুখই যে আমার সুখ
আঁচলে বান্ধিয়া রাখিবো
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
ভালোবাসায় বাঁধি বুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
আরও দেখুনঃ
প্রাণে গান নাই লিরিক্স-রবীন্দ্রনাথ ঠাকুর-[Praane gaan naai Lyrics-Rabindronath thagore]