আইলায় না আইলায় না রে বন্ধু [ Ailana Ailanare Bondhu ]

আইলায় না আইলায় না রে বন্ধু [ Ailana Ailanare Bondhu ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ জান্নাতুল ফেরদৌসি রিতু [ Jannatul Ferdousi Ritu ]

 

আইলায় না আইলায় না রে

 

আইলায় না আইলায় না রে বন্ধু

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
আইলায় না ,আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে!
ও বন্ধু আইলায় না রে!

অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা।
অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা।
দারুণ বিচ্ছেদের জ্বালা আমি
আগে তো জানিনা রে বন্ধু
আইলায় না রে।
ও বন্ধু আইলায় না রে!

গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা।
গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা।
কুল-মান দিয়া কি করিব
তোমায় যদি পাইনা রে বন্ধু
আইলায় না রে।

আব্দুল করিম কুল-মান হারা
তুমি কি জাননা?
আব্দুল করিম কুল-মান হারা
তুমি কি জাননা?
সুসময়ে সুজন বন্ধু
দেখা তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
আইলায় না ,আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা।
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

শাহ আবদুল করিম :

উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

 

উস্তাদ শাহ আবদুল করিম
উস্তাদ শাহ আবদুল করিম

 

আইলায় না আইলায় না রে বন্ধু [ Ailana Ailanare Bondhu ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment