Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আকাশের হাতে আছে লিরিক্স [ Akasher Hate Ache Lyrics ] । আয়না ও অবশিষ্ট । আঞ্জুমান আরা বেগম । Anjuman ara begum

আকাশের হাতে আছে লিরিক্স [ Akasher Hate Ache Lyrics ]

আয়না ও অবশিষ্ট

আঞ্জুমান আরা বেগম । Anjuman ara begum

আঞ্জুমান আরা বেগম (১১ জানুয়ারি ১৯৪২ – ২৯ মে ২০০৪) ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চের গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে।

আকাশের হাতে আছে লিরিক্স [ Akasher Hate Ache Lyrics ] । আয়না ও অবশিষ্ট । আঞ্জুমান আরা বেগম । Anjuman ara begum

আকাশের হাতে আছে লিরিক্স

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার…

বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বলি বলি করে তবু বলা হলো না
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব
আকাশের হাতে আছে একরাশ নীল


বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

 

আরও দেখুনঃ

আমাদের গল্পগুলো লিরিক্স-লগ্নজিতা চক্রবর্তী-[Amader Golpo Gulo Lyrics-Lagnajita Chakraborty]

 

Exit mobile version