আকাশ কাঁদে বাতাস কাঁদে [ Akash kade batash kade ]

আকাশ কাঁদে বাতাস কাঁদে
সোনু নিগম

“আকাশ কাঁদে বাতাস কাঁদে” গানটি ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম এর গলায় গাওয়া । সোনু নিগম সাধারণত হিন্দি এবং কন্নড় ভাষায় গান করে থাকেন। এছাড়াও তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন।

আকাশ কাঁদে বাতাস কাঁদে [ Akash kade batash kade ]

সুরকারঃ সোনু নিগম

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ সোনু নিগম

আকাশ কাঁদে বাতাস কাঁদে [ Akash kade batash kade ]

আকাশ-কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন,
আকাশ-কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

তোমার ঘরে প্রদীব জ্বলে

আকাশ কাঁদে বাতাস কাঁদে
সোনু নিগম

আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন,
আমার এ জীবন।
আকাশ-কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ,
না হলে মরণ।
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 আকাশ কাঁদে বাতাস কাঁদে [ Akash kade batash kade ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সোনু নিগমঃ

আকাশ কাঁদে বাতাস কাঁদে
সোনু নিগম

আকাশ কাঁদে বাতাস কাঁদে গায়ক সোনু নিগম  হলেন একজন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী । তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন।

নিগম ফরিদাবাদ শহরে এক কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তিনি তার পিতা আগাম কুমার নিগমের সঙ্গে মহম্মদ রফির “ক্যা হুয়া তেরে বাধা, ও কসম ও ইরাদা” গানটি দিয়ে মাত্র চার বছর বয়সে স্টেজে গান গান গাওয়া শুরু করেছিলেন। তারপর থেকে সোনু তার পিতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন। সোনু মুম্বই শহরে প্রথম দিকের বছরগুলিতে প্রথমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন। টি-সিরিজের কর্ণধার গুলশন কুমার মহম্মদ রফির গাওয়া গানগুলিকে নিয়ে “রফি কি ইয়াদে” অ্যালবাম প্রকাশ করে তাকে শ্রোতাদের কাছে পৌছানোর সুযোগ দিয়েছিলেন।

তিনি নিজেকে সৃষ্টি করলেন একটি ব্যতিক্রমি একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং ভারতীয় ভোকাল গানের জগতে একটি রোল মডেল হিসেবে মর্যাদা লাভ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment