আগুনের দিন শেষ লিরিক্স [ Aguner Din Shes Lyrics ] । কুমার শানু & কবিতা কৃষ্ণমূর্তি । Kumar Shanu & Kabita Krishnamurthy

আগুনের দিন শেষ লিরিক্স [ Aguner Din Shes Lyrics ]

কুমার শানু & কবিতা কৃষ্ণমূর্তি । Kumar Shanu & Kabita Krishnamurthy

 

 

 

কুমার শানু  (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক. তিনি এওয়ার্ড পান ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক পর পর পাঁচ বছর. তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে ।

শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্টানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন। পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক॥

 

আগুনের দিন শেষ লিরিক্স [ Aguner Din Shes Lyrics ] । কুমার শানু & কবিতা কৃষ্ণমূর্তি । Kumar Shanu & Kabita Krishnamurthy

 

 

 

আগুনের দিন শেষ লিরিক্স

আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়িবেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়িবেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জ্যোৎস্নায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায় ভয় হয় নিশিদিন।
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
জোনাকির গান বুঝি থামলো
চাঁদনী যে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দু’টি হাত বাড়ালে
এ ভুবন যে নূতন, এ স্বপন চিরদিন।
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন।।

Aguner Din Shes Lyrics

Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin
Ei prithibi chere colo jai
Sooner siri beye simahin
Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin
Ei prithibi chere colo jai
Sooner siri beye simahin
Aguner din sesh hobe ekdin
Hridoy e jolche je bonni
Se ekdin tara hoye jolbe
Josnay neel hobe omni
Se alor poth dhore colbe
Se jatray kano hay, Voy hoy nishi din
Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin
Ei prithibi chere colo jai
Sooner siri beye simahin
Aguner din sesh hobe ekdin
Jonakir gaan bujhi thamlo
Caad nije lukalo araale
Shishirer snan kore vor hoy
Tumi eshe duti haat barale
E vubon je nuton, Se sopon cirodin
Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin
Ei prithibi chere colo jai
Sooner siri beye simahin
Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin
Aguner din sesh hobe ekdin
Jhornar sathe gaan hobe ekdin

আগুনের দিন শেষ লিরিক্স [ Aguner Din Shes Lyrics ] । কুমার শানু & কবিতা কৃষ্ণমূর্তি । Kumar Shanu & Kabita Krishnamurthy

কবিতা কৃষ্ণমূর্তি  তিনি একজন জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী। তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় গান করেছেন।  বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন।

এছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান করেছেন। বিখ্যাত সংগীত পরিচালকদের মধ্যে এ আর রহমান, আর ডি বর্মন প্রমূখের সাথে তিনি কাজ করেছেন। 

তিনি চার বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০০৬ সালে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী খেতাব পান। ২০১৩ সালের মার্চে একটি অ্যাপ চালু করেন। যেটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে।

১৯৮০ সালে তিনি প্রথম গান করেন মাং ভারো সাজনা ছবিতে। কিন্তু, দূর্ভাগ্যবশত গান টি শেষ পর্যন্ত বাদ যায়। ১৯৮৫ সালে তিনি আভির্ভূত হন ব্যাপক জনপ্রিয় গান পেয়ার ঝুটকা নাহি চলচ্চিত্রের তুমছে মিলকার না জানে কিউ গানের মধ্য দিয়ে।

এর পরেই একের পর এক হিট গান উপহার দিতে থাকেন। যেমনঃ মি.ইন্ডিয়া ছবির হাওয়া হাওয়াই এবং কারতে হে হুম পেয়ার মিঃ ইন্ডিয়া সে। এসময়টা ছিলো তার জন্য খুব সৌভাগ্যের, কিছুদিন পরেই তিনি জনপ্রিয় কিংবদন্তি শিল্পী কিশোর কুমার এর সাথে কাজ করার সুযোগ পান।

Leave a Comment