আগের বাহাদুরি এখন গেল কই [Ager bahaduri ekhon gelo koi]| শাহ আব্দুল করিম

আগের বাহাদুরি এখন গেল কই [Ager bahaduri ekhon gelo koi]| শাহ আব্দুল করিম

কেন পিরিতি বারাইলা রেআগের বাহাদুরি এখন গেল কই [Ager bahaduri ekhon gelo koi] বন্ধু
বাউল শাহ আব্দুল করিম

“আগের বাহাদুরি এখন গেল কই” গানটি লিখেছেন বাংলাদেশ এর বাউল সম্রাট শাহ আব্দুল করিম । তিনি একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আগের বাহাদুরি এখন গেল কই [Ager bahaduri ekhon gelo koi]| শাহ আব্দুল করিম

গীতিকারঃ শাহ আব্দুল করিম ।

 

আগের বাহাদুরি এখন গেল কই

আগের বাহাদুরি এখন গেল কই লিরিক্স :

চলিতে চরণ চলে না….
চলিতে চরণ… চলে না
দিনে দিনে অবস হই
আগের বাহাদুরি
এখন গেলো কই
গেলো কই আগের বাহাদুরি
এখন গেলো কই (২)

মাথায় চুল পাকিতেসে,
মুখে দাঁত নড়ি গেসে
চোখের জ্যোতি কমিসে,
মনে ভাবি চশমা লই।
শোনেন মাথায় চুল পাকিতেসে,
মুখে দাঁত নড়ি গেসে
চোখের জ্যোতি কমিসে,
মনে ভাবি চশমা লই।
মন চলেনা রং তামাশায়,
আলস্য এসেছে যে হায়
মন চলেনা রং তামাশায়,
আলস্য এসেছে যে হায়
কথা বলতে ভুল পড়ে যায়
কথা, বলতে ভুল পড়ে যায়,
মধ্যে মধ্যে আটক হই
আগের বাহাদুরি
এখন গেলো কই
গেলো কই আগের বাহাদুরি
এখন গেলো কই।

কমিতেসি তিলে তিলে,
ছেলেরা মুরব্বি বলে,
ভবের জনম গেলো বিফলে
এখন সেই ভাবনায় রই। (২)
আগের মতো, খাওয়া যায় না।
বেশি খাইলে হজম হয় না
আগের মতো খাওয়া যায় না
বেশি খাইলে হজম হয় না
আগের মতো কথা কয় না,
আগের মতো, কথা কয় না
নাসেনা রঙের বারুই,
আগের বাহাদুরি
এখন গেলো কই
গেলো কই আগের বাহাদুরি
এখন গেলো কই।

ছেলেবেলা ভালো ছিলাম,
বড়ো হয়ে দায় ঠেকিলাম
সময়ের মূল্য না দিলাম
তাই তো জবাব দিহি হই। (২)
যা হবার তা হয়ে গেসে,
আব্দুল করিম ভাবিতেসে,
যা হবার তা হয়ে গেসে,
আব্দুল করিম ভাবিতেসে,
এমন একদিন সামনে আসে
এমন, একদিন সামনে আসে
একেবারে করবে সই,
আগের বাহাদুরি
এখন গেলো কই
গেলো কই আগের বাহাদুরি
এখন গেলো কই।

চলিতে চরণ চলে না
দিনে দিনে অবস হই
আগের বাহাদুরি
এখন, গেলো কই
গেলো কই, আগের বাহাদুরি
এখন গেলো কই
গেলো কই, আগের বাহাদুরি
এখন গেলো কই।

 

YaifwwriN4BzRFCyqbslL4 আগের বাহাদুরি এখন গেল কই [Ager bahaduri ekhon gelo koi]| শাহ আব্দুল করিম
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Ager bahaduri ekhon gelo koi lyrics :

Cholite choron chole na
Cholite charon.. chole na
Diney diney abos hoi
Aager bahaduri ekhon gelo koi
Gelo koi aager bahaduri
Ekhon gelo koi

Mathay chul pakitese
Mukhe daat nori gese
Chokher jyoti komise
Mone bhabi chosma loi
Shonen mathay chul pakitese
Mukhe daat nori gese
Chokher jyoti komise
Mone bhabi chosma loi
Mon cholena rong tamashay
Aloshyo esechhe je haay
Kotha bolte bhul pore jaay
Kotha, bolte vul pore jaay
Modhye modhye aatok hoi
Ager bahaduri ekhon galo koi
Gelo koi, aager bahaduri ekhon
Gelo koi

Komitesi tiley tiley
Selera murobbi bole
Bhober janom gelo bifole
Ekhon sei vabnay roi
Aager mato khawa jaayna
Beshi khaile hozom hoi na
Aager mato kotha koy na
Nasena ronger barui
Aager bahaduri ekhon gelo koi
Ager bahaaduri ekhon gelo koi

Chelebela bhalo silam
Boro hoye daay thekilam
Samoyer mulyo na dilam
Tai toh jobab dihi hoi
Ja hobar ta hoye gese
Abdul korim vabitese
Emon ekdin saamne aase
Ekebarey korbe soi
Aager bahaduri ekhon gelo koi

Also Read: Chaiti Phuler Ki Bandhis Ranga

শাহ্‌ আব্দুল করিমঃ

আগের বাহাদুরি এখন গেল কই
শাহ আব্দুল করিম

শাহ আবদুল করিম  একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।

স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল।
তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে।
২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।

Leave a Comment