আছেন আমার মুক্তার লিরিক্স [ Achen Amar Moktar Lyrics ]
সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।
তিনি ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়।
তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। তার পিতার নাম সৈয়দ আবদুল হাই। তার বাবা ছিলেন ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) অফিসার।
তার পিতা গান গাইতেন আর কলেরগানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে তিনি সঙ্গীত অনুরাগী হয়ে উঠেন। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন।
১৯৫৮ সালে তিনি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ।
আছেন আমার মুক্তার লিরিক্স [ Achen Amar Moktar Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
আছেন আমার মুক্তার লিরিক্স
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম, সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম, সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম, সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই
মন রে…
ও মন রে…
ও মন রে…
দুই কান্ধে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি
দুই কান্ধে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
লিখতে আছেন ডাইরি
দুই কান্ধে দুই মুহুরি
লিখতে আছেন ডাইরি
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
টিকিট কাটা আছে যার
মন রে…
ও মন রে…
ও মন রে…
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
সঙ্গে নিও গাড়ি ভাড়া
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পাড়
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আমি পাপী, তিনি জামিনদার
আছেন আমার মুক্তার লিরিক্স [ Achen Amar Moktar Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
আরও দেখুনঃ