আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| নিয়াজ মুহাম্মদ চৌধুরী

আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| “আজ এই বৃষ্টির কান্না দেখে” গানটি গেয়েছেন নিয়াজ মুহাম্মদ চৌধুরী । লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী । কাওসার আহমেদ চৌধুরী একজন বাংলাদেশি জ্যোতিষী ও গীতিকার। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় আপনার রাশি নামে রাশিফল গণনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| নিয়াজ মুহাম্মদ চৌধুরী

আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]

গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী

সুরকারঃ লাকী আকন্দ

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ নিয়াজ মুহাম্মদ চৌধুরী

রাগ : ইমন

আজ এই বৃষ্টির কান্না দেখে লিরিক্স [ বাংলা] :

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে লুখিয়েছিলে ওই মুখ।

বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি
কতদুরে যাবে বল (২)
তোমার পথের সাথী হব আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়।

একাকিনী আছ বসে পথ ভুলে গিয়েছ তুমি
কোন দূরে যাবে বল (২)
তোমার চলার সাথী হব আমি।

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে লুখিয়েছিলে ওই মুখ।

আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| নিয়াজ মুহাম্মদ চৌধুরী

Aj ei brishtir kanna dekhe lyrics English / Roman :

Aaj ei bristir kanna dekhe
Mone porlo tomay
Osru vora duti cokh
Tumi bathar kajol mekhe
Lukiyechile oi mukh.

Bedonake sathi kore
Pakha mele diyecho tumi
Koto dure jabe bolo
Koto dure jabe bolo
Tomar pother sathi hobo ami.
Aaj ei bristir kanna dekhe
mone porlo tomay.

Ekakini acho bose
Poth vule giyecho tumi
Kon dure jabe bolo
Kon dure jabe bolo
Tomar coler sathi hobo ami.

Aaj ei bristir kanna dekhe
Mone porlo tomay
Osru vora duti cokh
Tumi bathar kajol mekhe
Lukiyechile oi mukh.

 

cropped Music Gurukul Logo আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| নিয়াজ মুহাম্মদ চৌধুরী

 

আজ এই বৃষ্টির কান্না দেখে গিটার কর্ড:

–D———————-
aaj ei brishti’r kanna dekhe
————–D
mone porlo tomai
–D—————-A–
osru bhora duti chokh
–E—————–
tumi bethar kajol mekhe
–A————–D
lukiyechile oi mukh.

-D——————
bedona ke shathi kore
——————–D—
pakha mele diyecho tumi
A—————
koto dure jabe bolo
—-A————–
koto dure jabe bolo
–E—————-A——–D
tomar pother shathi hobo ami.

eka ki niye acho boshe
poth bhule giyecho tumi
kon dure jabe bolo
kon dure jabe bolo
tomar cholar shathi hobo ami.

 

কাওসার আহমেদ চৌধুরীঃ

একজন বাংলাদেশি জ্যোতিষী ও গীতিকার। বাংলাদেশের কয়েকটি ব্যান্ড ও সঙ্গীতশিল্পীর জন্য বাংলা আধুনিক গান রচনা করেছেন, তাদের মধ্যে লাভ রান্‌স ব্লাইন্ড, সামিনা চৌধুরী, লাকী আখান্দ এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী অন্যতম। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন। কাওসার ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]| নিয়াজ মুহাম্মদ চৌধুরী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কাওসার ১১ বছর বয়সে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি গান লেখা শুরু করেন। কর্মজীবনের প্রথমে তিনি সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে গান লেখা ও জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করেন।

লাকী আকন্দঃ

আজ এই বৃষ্টির কান্না দেখে [ Aj ei brishtir kanna dekhe ]
লাকী আকন্দ

লাকী আখান্দ বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক।লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

১৯৭৫ সালে লাকী আখান্দ তার ছোট ভাই হ্যাপী আখন্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে “আবার এলো যে সন্ধ্যা” ও “কে বাঁশি বাজায়রে” গানে কণ্ঠ দেন হ্যাপী আখন্দ, “স্বাধীনতা তোমাকে নিয়ে” ও “পাহাড়ি ঝর্ণা” গানে কণ্ঠ দেন হ্যাপী ও লাকী দুজনে, এবং লাকী নিজে “নীল নীল শাড়ি পরে” ও “হঠাৎ করে বাংলাদেশ” গানে কণ্ঠ দেন। আখান্দ ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। ২০১৭ সালের ২১ এপ্রিল তিনি মারা যান ।

নিয়াজ মুহাম্মদ চৌধুরীঃ

আজ এই বৃষ্টির কান্না দেখে
নিয়াজ মোহাম্মদ চৌধুরী

নিয়াজ মোহাম্মদ চৌধুরী  একজন বাংলাদেশি আধুনিক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী।নিয়াজ ১৯৫২ সালের ২৫ অক্টোবর  নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে নবকুমার ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মা্যিমিক সম্পন্ন করেন। নিয়াজ ১৯৮৫ সালে এহতেশাম সঞ্চালিত ‘আমার যত গান’ নামে একটি সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান পরিবেশন করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশি শিল্পী হিসেবে মালয়েশিয়া ও সিংগাপুরে গান পরিবেশন করেন।

 

 

আরও দেখুনঃ

Leave a Comment