Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স [ Aaj tomar Mon kharap meye ] । বাপ্পা মজুমদার । Bappa majumdar

আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স [ Aaj tomar Mon kharap meye ]

বাপ্পা মজুমদার । Bappa majumdar

শুভাশিস মজুমদার বাপ্পা (যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট।

বাপ্পা মজুমদার

আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স [ Aaj tomar Mon kharap meye ] । বাপ্পা মজুমদার । Bappa majumdar

আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স

আজ তোমার মন খারাপ মেয়ে,
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস,
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে।
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপনজন,
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে।
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর,
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোছনা।
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে।
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
সেই হাওয়ায়…

Aaj tomar Mon kharap meye

Aaj tomar.. Mon kharap meye
Tumi aanmone.. Boshe acho
Akash paane.. Drishti udash
Ami tomar jonno enedebo
Megh theke, brishtir jhiri jhiri hawa
She haway vese jabe tumi
She haway vese jabe tumi
Aaj tomar chokher kone jol
Brishti obiram kandey
Tomar sathe sathe..
Amar pothe pothe..
Ami tomar jonno enedebo
Rodela se ghor
Pakhi ke kore debo tomar anujon
Pori Tumi Vashbe Megher Vanjey
Pori Tumi Vashbe Megher Vanjey
Aaj tomar jochona haray alo
Proajapotir danay bisadh kore bhoy
Jokhon tokhon..
Bisadh kore bhoy..
Ami tomar jonno enedebo
Ajhor shrabon
Akash choya jol jochona..
Pori Tumi Vashbe Megher Vanjey
Pori Tumi Vashbe Megher Vanjey
Aaj tomar.. Mon kharap meye…

আরও দেখুনঃ
বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury
Exit mobile version