আজ ফাগুনি পূর্ণিমা রাতে লিরিক্স [ Aaj faguni purnima rate lyrics ] | Surojit Chatterjee
সুরজিৎ চট্টোপাধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ডের একজন গায়ক, গান লেখক এবং যন্ত্রবিদ; সর্বোপরি তিনি ভূমি ব্যান্ডের মুখ্য গায়ক।এছাড়াও তার নিজের একক ব্যান্ড আছে যা সুরজিৎ ও বন্ধুরার নামে পরিচিতি লাভ করেছে। তিনি রেডিও মিরচি মিউজিক আওয়ার্ড ২০১২ এর সেরা গায়ক হিসাবে নির্বাচিত হন এবং ২০১৩ সালে তার আলবাম ফকিরা সেরা আলবাম হিসাবে নির্বাচিত হয়।
Singer: Surojit Chatterjee
Drums, Congas, Bongos & Percussion:
Acoustic, Electric Guitar: Hemanto Goswami
Bass Guitar: Abhijit Ghosh
Keyboards, Violin, Harmonium: Robin Lai
আজ ফাগুনি পূর্ণিমা রাতে লিরিক্স [ Aaj faguni purnima rate lyrics ] | Surojit Chatterjee
আজ ফাগুনি পূর্ণিমা রাতে লিরিক্স বাংলা :
যেন ঢাক আছে আর কাঠি নাই
তোরে ছাড়া আমার হালটা যে তাই
ভাবুক যা খুশি সবাই..
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু’জনে এক সাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে,
হয়েছিলো সেই যে দেখা
তখন থেকেই যেন আনমনা মন আর,
উঠান লাগে শুধু ব্যাঁকা
আমার উঠান লাগে শুধু ব্যাঁকা,
চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
তোর আঁখি দুটি যেন মাতলা নদী,
করেছে আমায় পাগল
তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন,
আনচান আনচান করে মন,
আমার আনচান করে মন গো,
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
কানে দেবো দূল, নাকে নাকছাবি,
গলায় দিবো সীতাহার
হাতে দেবো চূড়ি ভাবতে নাহি পারি,
আর কি দিবো উপহার
আমি আর কি দেবো উপহার গো,
চল পলায়ে যাই,
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
একসাথে দু’জনে বাগান বানাবো,
করবো গোলাপের চাষ
ছোট্ট দুটি ঘর রইবে সেখানে,
করবো দু’জনে বাস
জোড়া গোলাপের কলি দিবো গুঁজে,
খোপাতে তোর রোজ ভোরে
বাকি যত ফুল বেচবো গিয়ে,
হাওড়ার ঐ ফুলের বাজারে
তোকে জোড়া গোলাপ দিবো ভোরে,
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু’জনে এক সাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে
চল পলায়ে যাই.
চল পলায়ে যাই..
Aaj faguni purnima rate lyrics in english :