Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আজ ফিরে না গেলেই কি নয় [ Aj Fire Na Gelei Ki Noy ]

আজ ফিরে না গেলেই কি নয় [ Aj Fire Na Gelei Ki Noy ]

আজ ফিরে না গেলেই কি নয় [ Aj Fire Na Gelei Ki Noy ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ পর্ণা মিটিল্ডা কস্তা [ Parna Mitilda Costa ]

 

 

আজ ফিরে না গেলেই কি নয়

আজ ফিরে না গেলেই কি নয়সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক নানির্জনে বসি আরো কিছুটা সময়।।
ঘাসের আঙিনায় আধো শোয়াতোমার আমার মুখ জোছনা ধোয়াএ যেন নতুন চোখে তোমাকে চাওয়াএ যেন নতুন করে তোমাকে পাওয়াএ যেন নতুন পরিচয়।।
এমন রুপালী রাত নাই হোক ভোরশিশির ছুঁয়ে যাক উষ্ণ অধরএ যেন জেগে জেগে স্বপ্ন দেখাএ যেন নীরব কোন কাব্য লেখাএ যেন সুখের অনুনয়।।
গুগল নিউজে আমাদের ফলো করুন

তপন চৌধুরী :

তপন চৌধুরী (জন্ম ৭ জানুয়ারি) একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে সোলস তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন চৌধুরী’ মুক্তি পায়।

সোলস-এর সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯০-এর দশকের পর তিনি বেশ কয়েক বছর সঙ্গীত জীবন থেকে দূরে সরে যান তবে ২০১৭ সালে পুনরায় ‘ফিরে এলাম’ একক অ্যালবাম প্রকাশ করেন।

 

 

আজ ফিরে না গেলেই কি নয় [ Aj Fire Na Gelei Ki Noy ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version