আধুনিক গান । গীত ধারা । সঙ্গীত

সাধারণত শৃঙ্গার-রসাত্মক চটুল শ্রেণির গানকেই বলা হয়ে থাকে আধুনিক গান। প্রেম-বিরহ-প্রকৃতি-নারী এসবই হচ্ছে আধুনিক’ গানের বিষয়বস্তু। আধুনিক ‘গানের বাণী ও সুর হয় সাধারণত সহজ, সরল ও চঞ্চল প্রকৃতির। অনেক শ্রোতার কাছে এ কারণেই আধুনিক ‘গানের একটি ভিন্নতর আবেদন রয়েছে।

আধুনিক গান । গীত ধারা । সঙ্গীত

আধুনিক গান । গীত ধারা । সঙ্গীত

নিম্নে একটি আধুনিক ‘গানের উদাহরণ দেওয়া হলো –

চাঁদের পাড়ায় থাকো নাকি
ঘুম কেড়েছো সুখ কেড়েছো
তুমি ছাড়া শূন্য হৃদয়
জোছনা মাখা সারা অঙ্গ
নদীর ঘাটে জলকে যাও সাঁঝের আঁধার হয় যে উধাও
ডাগর দুটি পদ্ম আঁখি
একটুখানি হাসলে গালে
চন্দ্রালোকে রূপের সাগর
ওগো চাঁদ সুন্দরী
মন করেছো চুরি
এখন কী যে করি ।
ঝলমল ঝলমল করে
রুমঝুম নূপুর পরে
দেখে চাঁদের পরী ॥
টলমল টলমল করে
মিষ্টি টোল পড়ে চাই যে দিতে পাড়ি ।

[গীতিকার : ফিরোজ আহমেদ ইকবাল, সুরকার : কাজী মুখলেসুর রহমান কাজল, শিল্পী : রবি চৌধুরী, তাল : কাহারবা (৮ মাত্রা)]

 

YaifwwriN4BzRFCyqbslL4 আধুনিক গান । গীত ধারা । সঙ্গীত
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment