আবার এলো যে সন্ধা লিরিক্স [ Abar Elo Je Shondha Lyrics ] – লাকী আখন্দ [ Lucky Akhond ]

শিরোনামঃ  আবার এলো যে সন্ধা লিরিক্স [ Abar Elo Je Shondha ] – লাকী আখন্দ [ Lucky Akhond ]

গান: আবার এলো যে সন্ধ্যা সর্বপ্রথম

প্রকাশ: ১৯৭৫

সুর ও সংগীতায়োজন: জীবন্ত কিংবদন্তি লাকী আখন্দ

কথা: এসএম হেদায়েত

কণ্ঠ: হ্যাপী আখন্দ

আবার এলো যে সন্ধা লিরিক্স - লাকী আখন্দ
লাকী আখন্দ

লাকী আখান্দ (৭ জুন ১৯৫৬ – ২১ এপ্রিল ২০১৭) বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ১৯৮৪ সালে সরগমের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচএর সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না। তিনি বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

আবার এলো যে সন্ধা লিরিক্স - লাকী আখন্দ
লাকী আখন্দ

আবার এলো যে সন্ধা লিরিক্স

আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
ঝাউবনে হাওয়াগুলো খেলছে,
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।
ঐ দুর আকাশের প্রান্তে,
সাত রঙা মেঘ গুলো উড়ছে
ঐ দুর আকাশের প্রান্তে,
সাত রঙা মেঘ গুলো উড়ছে
আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা,
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে।
ভাবি শুধু এখানেই থাকবো,
ফিরে যেতে মন নাহি চাইছে
ভাবি শুধু এখানেই থাকবো,
ফিরে যেতে মন নাহি চাইছে
আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা
শুধু দুজনে
আবার এলো যে সন্ধা লিরিক্স - লাকী আখন্দ
লাকী আখন্দ

Abar Elo Je Shondha Lyrics

Abar Elo Je Shondha
Shudhu Dujone
Cholona Ghure Ashi Ojana-te
Jekhane Nodi Eshe Theme Geche
Abar Elo Je Shondhya
Shudhu Dujone
Cholona Ghure Ashi Ojana-te
Jekhane Nodi Eshe Theme Geche
Abar Elo Je Shondhya
Shudhu Dujone
Jhau bone Hawa Gulo Khelche
Saotali Meye gulo Cholche
Laal Laal Shari gulo Urche
Tar Sathe Mon Mor Dulche
Oi Dur Akasher Prante
Shat Ronga Megh gulo Urche
Oi Dur Akaser Prante
Saat Ranga Megh gulo Urche
Abar Elo Je Shondha
Shudhu Dujone
Ei Bujhi Boye Gelo Sondha
Bhebe Jay Ki Jani Ki Monta
Pakhi gulo Nire Fire Cholche
Gaane Gaane Ki Je Kotha Bolche
Vabi Sudhu Ekhanei Thakbo
Phire Jete Mon Nahi Chaiche
Vabi Sudhu Ekhanei Thakbo
Phire Jete Mon Nahi Chaiche
আবার এলো যে সন্ধা লিরিক্স - লাকী আখন্দ
লাকী আখন্দ
Abar Elo Je Shondha
Shudhu Dujone
Cholona Ghure Ashi Ojana-te
Jekhane Nodi Eshe Theme Geche
Cholona Ghure Ashi Ojana-te
Jekhane Nodi Eshe Theme Geche
Abar Elo Je Shondha
Shudhu Dujone

Leave a Comment