Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ]

আমায় কেউ ভালোবাসেনা গো
বাউল

” কেউ আমায় ভালোবাসেনা গো “ গানটি লিখেছেন ফকির কালা শাহ । গানটি একটি বাউল গান ।

আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ] 

গীতিকারঃ ফকির কালা শাহ

আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ]

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না

আমায় কেউ ভালোবাসে গো।।

সবাই বলে দূরহো দূরহো

আইতায় আমার দ্বারেগো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

 

ওরে আমার বন্ধু নয়নের তারা

দেখলে বাঁচে জীবন আমার

না দেখলে মরা।।

বলুক বলুক লোকে মন্দগোও

বলুক বলুক লোকে মোন্দ

পরের মন্দে কি হবে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না ।।

 

ওরে আমার বন্ধু হৃদয়েরও ধোণ

দেখলে বাঁচে জীবন আমার

না দেখলে মরণ।।

 

বন্ধুই আমায় গেলো সিন্ধুগোওও

ভক্ত দাস বাউল

বন্ধুই আমায় গেলো সিন্ধু

রাখছি হৃদয় বাসরে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

 

ওরে কালা শাহ কয়

পিরিতির ও তোর

পিরিতি কইরা যেজন মরল

সাফলো জীবন ।।

ভাবের ভাবিক প্রেমের প্রমিক গোওওও

ভাবের ভাবিক প্রেমের প্রমিক

কয়জন আছে সংসারে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না

আমায় কেউ ভালোবাসে গো।।

সবাই বলে দূরহো দূরহো

আইতায় আমার দ্বারেগো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

আরও দেখুনঃ 

Exit mobile version