তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh

তোমায় আমায় মিলে গানের লিরিক্স : তিনি ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত টানা ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেন। এর আগে টানা ৫ বার এ পুরস্কার পাওয়ার রেকর্ড ছিল কুমার শানুর। এছাড়া তিনি নানান সময়ে অন্যান্য অনেক পুরস্কারে ভূষিত হন।

তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh

singer : Arijit Singh

 

তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh
Arijit Singh, Singer, Music Composer, অরিজিৎ সিং, কণ্ঠশিল্পী, সুরকার, اریجیت سنگھ، گلوکار، میوزک کمپوزر ,अरिजीत सिंह, गायक, संगीतकार

তোমায় আমায় মিলে গানের লিরিক্স :

মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি জেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
থেকে যাবো, তোমায় আমায় মিলে।যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ  সত্যি কি থাকবে পাশে?যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh
Arijit Singh, Singer, Music Composer, অরিজিৎ সিং, কণ্ঠশিল্পী, সুরকার, اریجیت سنگھ، گلوکار، میوزک کمپوزر ,अरिजीत सिंह, गायक, संगीतकार

 

Tomay amay mile ganer lyrics in english :

Mon thak arale majhe majhe chute asha
Jani hat barale dhora debe bhalobasha,
Tumi poth cheno, pashe achi jeno,
amakeo songe nile,
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile
Jotodur jay chok, pashe achi ami tomar
Aj noy kal hok, kete jabe ei ondhokar
Tumi abhimani hete jabe jani sopner sei michile
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile
Ghume roj ashe je, samne ki asbena se?
Sopner sei manush sotti ki thakbe pashe?
Ghume roj ashe je, samne ki ashena se?
Sopner sei manush sotti ki thakbe pashe?
Jodi pashe thako, hate hat rakho
Sob pabo vorosa dile,
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile
তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh
Arijit Singh, Singer, Music Composer, অরিজিৎ সিং, কণ্ঠশিল্পী, সুরকার, اریجیت سنگھ، گلوکار، میوزک کمپوزر ,अरिजीत सिंह, गायक, संगीतकार

অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। । অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সম্যক জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, যেমন: মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। বলিউডে তাঁর গাওয়া প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালই জনপ্রিয়তা লাভ করছ।

তবে, ২০১৩ সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি আশিকি ২-তে কয়েকটি গানে কন্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

বিশেষত ওই ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সঙ্গীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এ ভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।

YaifwwriN4BzRFCyqbslL4 তোমায় আমায় মিলে গানের লিরিক্স | Tomay amay mile ganer lyrics | অরিজিৎ সিং | Arijit Singh
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

ব্যক্তিগত জীবন[উৎস সম্পাদনা]

অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন। প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ।

অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।

আরও দেখুনঃ 

Leave a Comment