আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ]
এস ডি রুবেল । S D Rubel
এস ডি রুবেল বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী,গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণ পরিচালক, অভিনেতা ও প্রযোজক । তিনি ১৪০০ নতুন বাংলা গানে এবং শতাধিক বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ’অনেক বেদনা ভরা আমার জীবন’, ‘লাল বেনারসি জড়িয়ে তুমি যে’, ‘তোমার নীল নীল নীল চোখে’, মন যেন মায়াবী পাখি, অনেক দিনের স্বপ্ন, ও চাঁদ, আমার একটা সাথী ছিল,অপরাধী, তোমাকে দেখার পর, ঈদ মুবারক, আজকের দিনটার কোনো নাম নেই, আমার একটা তুমি ছিল, বুজবে কে মন, মন চায় মন, মন চাইলে আইস বন্ধু, আমি পারবোনা কিছুতেই, এভাবেই ভালোবাসা হয়, এলো বৈশাখ, ‘তুমি যুগ যুগ করেছ শাসন’ ইত্যাদি।
২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পান রুবেল । তিনি চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নকালে কলেজ ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
রুবেল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। তার শৈশব, কৈশোর ও তারুণ্য কেটেছে চাঁদপুরে।
তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ে ও চাঁদপুর সরকারি কলেজে যথাক্রমে এস.এস.সি এবং এইচ.এস.সি পাশ করেছেন। এরপর তিনি ঢাকা কলেজ থেকে রসায়ন শাস্ত্রে বি.এসসি (অনার্স) এবং এম.এসসি (রসায়ন শাস্ত্রে) পাশ করেন।
তিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী ও চাঁদপুর জেলা সঙ্গীত নিকেতনে যথাক্রমে ২ বছর ও ৫ বছরের ক্লাসিক্যাল সঙ্গীত এবং বিভিন্নমুখী গানের উপর প্রাতিষ্ঠানিক তালিম নিয়েছেন।
এবং পরবর্তীতে ঢাকা ছায়ানট সঙ্গীত বিদ্যালয় থেকে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের উপর ৫ বছরের একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।
এছাড়া উনি চাঁদপুর জেলা অনন্যা থিয়েটারের সাথে পাচবছর একজন নাট্য অভিনেতা হিসেবে কাজ করেছেন। এছাড়া নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, মিউজিক্যল ফিল্ম, সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান, ম্যাগাজিন, টিভি বিজ্ঞাপন ইত্যাদি নির্মানের সাথে একজন প্ররিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন।
আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ] । এস ডি রুবেল । S D Rubel
আমারএকটা সাথীছিল লিরিক্স
মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে
হটাৎ একদিন খবর এলো
সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে…
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
![আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ] । এস ডি রুবেল । S D Rubel 4 আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ] । এস ডি রুবেল । S D Rubel](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_166/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-23T215924.993-300x166.jpg)
রেশমি চুরির কাজল টিপে খুঁজে পেতো সুখ
কাজের ফাকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ
রেশমি চুরির কাজল টিপে খুঁজে পেতো সুখ
একপলকে দেখে সে আমায়…
আসত ছুটে বুকে জড়াতে…
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
মাছ ধরারী চলে প্রেমের গল্প হতো শেষ
বিকেল বেলা পুকুর গাঠে জমতো আসর বেশ
মাছ ধরারী চলে প্ররেমে গল্প হতো শেষ
প্রতি রাতে সপ্ন মায়ায় শেষ…
ডাকতো কাছে ভালবাসতে…
![আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ] । এস ডি রুবেল । S D Rubel 5 আমারএকটা সাথীছিল লিরিক্স [ Amar Ekta Sathi Chilo Lyrics ] । এস ডি রুবেল । S D Rubel](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_275,h_183/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-23T215921.905.jpg)
মিষ্টি প্ররেমে লিখত চিঠি প্রতি মাসেতে
হটাত একদিন খবর এলো
সাথীর নাকি বেয়ে হলো আমার অজান্তে
এখন বলো দেশে যাবো কার আশাতে