Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ] । রবীন্দ্রসঙ্গীত

আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ]

রবীন্দ্রসঙ্গীত

 

 

রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সংগীত।

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২। তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট।

অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসংগীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সংগীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

 

 

আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ] । রবীন্দ্রসঙ্গীত

আমারো পরানো যাহা লিরিক্স

আমারো পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চায় !!
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমারো পরানো যাহা চায় !!

তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখেরও সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে
আর কিছু নাহি চাই গো
আমারো পরানো যাহা চায় !!

 

 

আমি তোমারো বিরহে রহিবো বিলীন
তোমাতে করিবো বাস
দীর্ঘ দিবসো দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস
যদি আর কারে ভালোবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেনো পাও
আমি যতো দুঃখ পাই গো
আমারো পরানো যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমারো পরানো যাহা চায় !!

Amaro porano jaha lyrics

Amaro porano jaha cay
tumi tai, tumi tai go
amaro porano zaha chay
toma chara ar a jogote
mor keho nai, kichu naigo
amaro porano jaha chay

 

 

tumi sukho jodi nahi paw
zao sukhero sondhane zao
ami tomare peyechi hridoyo majhe
ar kichu nahi chay go
amaro porano jaha chay

ami tomaro birohe rohibo bilin
tomate koribo bas
dirgho diboso dirgho rojoni dirgho boros mas
jodi ar kare valobasho
jodi ar fire nahi aso
tobe tumi jaha chao, tai jeno pao
ami joto dukkhopai go
amaro porane jaha chay
tumi tai, tumi tai go
amaro porane jaha chay

 

আমারো পরানো যাহা লিরিক্স [ Amaro porano jaha lyrics ] । রবীন্দ্রসঙ্গীত

আরও দেখুনঃ

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

মানুষ একটা লিরিক্স [ Manush Ekta Lyrics ] । গামছা পলাশ । Gamcha Palash

দুলে কা সেহরা লিরিক্স [ Dulhe ka sehra lyrics ] । নুসরাত ফতেহ আলী খান । Nusrat Fateh Ali Khan

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

 

 

Exit mobile version