আমার অনেক বাঁশের বাঁশি [ Amar Onek Basher Bashi Ache ]

“আমার অনেক বাঁশের বাশি আছে” গানটি সংগীতশিল্পী বারী সিদ্দিকীর গাওয়া খুবই জনপ্রিয় একটি গান ।

আমার অনেক বাঁশের বাঁশি আছে [ Amar Onek Basher Bashi Ache ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বারী সিদ্দিকী

আমার অনেক বাঁশের বাঁশি আছে [ Amar Onek Basher Bashi Ache ]

আমার অনেক বাশের বাঁশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
আমি বারী বাঁশরিয়া

বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।

তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ
আমার অনেক বাঁশের বাঁশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
ছোট বড় মধ্যম চিক্কন অনেক বাঁশি আছে
খাটিয়াটা বাঁশির হবে আরজ তোদের কাছে।।
আমি বারী বাঁশরিয়া
বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।
লেখাপড়া করছি আমি করছি ডিগ্রি পাস
আমার অনেক বাঁশের বাঁশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।
আমার মনের অন্তিম ইচ্ছা তোরা মেনে নিবি
যেখানেতে বাঁশেরই ঝাঁড়, সেথায় কবর দিবি।।
শোন সবাই মন দিয়া, জন্ম নিব বাঁশী নিয়া।।
পুনঃজন্মে বিশ্বাসী না, তবু মনের আশ
আমার অনেক বাঁশের বাশী আছে
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
আমি বারী বাঁশরিয়া
বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।
তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ
আমার অনেক বাঁশের আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ ।।

বারী সিদ্দিকীঃ

বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশী বাদক বারী সিদ্দিকী কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Comment