![আমার একলা যেতে ভয় করে [ Amar Aklar Jete Voy Kore ] 1 আমার একলা যেতে ভয় করে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_217,h_215/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/81571586_101671931360903_8308730906898595840_n-300x297.jpg)
“আমার একলা যেতে ভয় করে” গানটি একটি বাউল গান । গানটি লিখেছেন এবং গেয়েছেন ভক্ত দাস বাউল ।
আমার একলা যেতে ভয় করে [ Amar Aklar Jete Voy Kore ]
গীতিকারঃ ভক্তদাস বাউল
গানের জনরাঃ বাউল
আমার একলা যেতে ভয় করে [ Amar Aklar Jete Voy Kore ]
ও আমার একলা যেতে ভয় করে
চলো গুরু যাই দুজন পারে
ভবে যেতে গুরু আসতে গুরু
গুরু আমার যা করে।।
দেহ ছিল শ্মশান সমান
গুরু এসে মন্ত্র দিয়ে
করল ফুল বাগান
এখন সেই বাগানে ফুল ফুটেছে
অধরচাঁদ বিরাজ করে।।
পারের নাবিক আছে ছয়জনা
পারের কড়ি না থাকিলে
নৌকায় নেবে না
এখন ভবপারে যাই কি করে
তুমি নাও মোরে কৃপা করে।।
বাউলসঙ্গীতঃ
![আমার একলা যেতে ভয় করে [ Amar Aklar Jete Voy Kore ] 2 আমার একলা যেতে ভয় করে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_227,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/image-8203-1534430097-1-227x300.jpg)
আমার একলা যেতে ভয় করে গানটি বাউল গান। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।
বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন।
আরও দেখুনঃ