আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান
আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান
গীতিকারঃ কবি জাহিদুল হক
সুরকারঃ শেখ সাদী খান
আমার এ দুটি চোখ লিরিক্স:
আমার এ দুটি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়?
কখনো নদীর মতো
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
আমার এ দুটি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়?
কখনো নদীর মতো
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
বয়ে বয়ে যায়
আমি তো বাগান নই
তবু কেন ফুটে ফুল
আগুনে ফিরে আসে
ভ্রমরের মতো হুল
আমি তো বাগান নই
তবু কেন ফুটে ফুল
আগুনে ফিরে আসে
ভ্রমরের মতো হুল
কতো বর্ষায় আমার হৃদয় শুধু
![আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান 2 আমার এ দুটি চোখ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_329,h_209/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/sheikh-sadi-khan-300x191.jpg)
মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়
আমার এ দুটি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়?
কখনো নদীর মতো
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
শুনিতে চাই না গান
তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশি বাজে
জীবনের বারো মাসে
শুনিতে চাই না গান
তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশি বাজে
জীবনের বারো মাসে
কতো রাত্রিতে
আমার প্রদীপ শুধু
জ্বলে জ্বলে যায়
জ্বলে জ্বলে যায়
আমার এ দুটি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়?
কখনো নদীর মতো
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
বয়ে বয়ে যায়
শেখ সাদী খানঃ
![আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান 3 আমার এ দুটি চোখ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_317,h_179/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/image-224955-1569497435-300x169.jpg)
শেখ সাদী খান একজন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।
তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলা ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা। তার পিতার হাত ধরে সঙ্গীত শিক্ষা শুরু করেন। প্রথমে তবলা ও তারপর বেহালা শেখেন। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায়।
১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে বেহালা বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে বেহালা বাদক হিসেবে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৭ সালের মার্চে প্রধান সঙ্গীত প্রযোজক হিসেবে বাংলাদেশ বেতার থেকে অবসর নেন।
![আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান 4 YaifwwriN4BzRFCyqbslL4 আমার এ দুটি চোখ [ Amar a duti chokh ] | শেখ সাদী খান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেন ।
প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন ১৯৮০ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত এখনই সময় চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন । ১৯৮৫ সালে তার সঙ্গীত পরিচালনায় সুখের সন্ধানে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে। এছাড়া তিনি আশা ভোঁসলে, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লাসহ দেশী-বিদেশী অনেক শিল্পীর সাথে কাজ করেন
আরও দেখুনঃ