![আমার গলার হার খুলে নে [Amar golar har khule ne] 1 আমার গলার হার খুলে নে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/1600280793_1-247x300.jpg)
“আমার গলার হার খুলে নে” গানটি গেয়েছেন বাংলাদেশী সঙ্গীতশিল্পী কনক চাঁপা । কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।
আমার গলার হার খুলে নে [Amar golar har khule ne]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কনক চাঁপা
আমার গলার হার খুলে নে [Amar golar har khule ne]
আমার গলার হার খুলেনে ওগো ললিতে।
আমার হার প’রে আর কি ফল আছে গো,
প্রাণবন্ধু নাই ব্রজেতে।
গলার হার কি আর শোভা আছে,
যার শোভা তার সঙ্গে গেছে গো,
এখন কৃষ্ণ নামের মালা গেঁথে
দেনা আমার গলেতে।
আর বিসাখা নে হাতের বালা,
চম্পকা নে গলার মালা গো,
সুচিত্রা নে কানের পাশা
আশা নাই আর বাঁচিতে।
প্রাণের বন্ধু যদি আসে দেশে
বলিস্ তোরা বন্ধুর কাছে গো,
রাই কৃষ্ণ শোকে প্রাণ ত্যজেছে যমুনার জলেতে।
কনক চাঁপা
আমার গলার হার খুলে নে গানের কন্ঠশিল্পী কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। কনকচাঁপা ১১ সেপ্টেম্বর, ১৯৬৯, সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। কিন্তু তার দাদা বাড়ী সিরাজগঞ্জের কাজিপুরে। তবে কনক চাঁপা বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান—এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন।
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।
তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।
আরও দেখুনঃ