Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমার ঘরে জ্বালা বাইরেও [ Amar Ghore Jala Baire O Jala ]

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা
মশিউর রহমান রিংকু

“আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা” গানটি লিখেছেন এবং সুর করেছেন বারী সিদ্দিকী । গানটি গেয়েছেন সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। 

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা [ Amar Ghore Jala Baire O Jala ]

গীতিকারঃ বারী সিদ্দিকী

সুরকারঃ বারী সিদ্দিকী

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মশিউর রহমান রিংকু 

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা [ Amar Ghore Jala Baire O Jala ]

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা
জ্বালা রাইতে দিনে…
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে

আমি……
আশায় আশায় বাঁধলাম বাসা
দুখের ব্রা দিয়া
দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া
আমি আশায় আশায় বাঁধলাম বাসা
দুখের ব্রা দিয়া
দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া
বনের পাখি কান্দেরে বনে
বনের পাখি কান্দেরে বনে
আমারি কান্দনে …
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

আমার…
অন্তরে বিরহের অনল
জ্বলে রইয়া রইয়া
আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া
আমার অন্তরে বিরহের অনল
জ্বলে রইয়া রইয়া
আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া
আমি নিত্য নিত্য সাজাই রে বাসর
নিত্য নিত্য সাজাই রে বাসর
গোপনে গোপনে
একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

বারী সিদ্দিকীঃ

বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশী বাদক বারী সিদ্দিকী কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মশিউর রহমান রিংকুঃ

মশিউর রহমান রিংকু

আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা গায়ক রিংকুর সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা ২০০৫ থেকে। প্রথমবারের মতো আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা দশে ছিলেন তখন। এরপর থেকে নানাজন নানা দিকে গেলেও রিংকু লেগে আছেন লালন, লোকগান নিয়ে।এ পর্যন্ত অ্যালবাম করেছেন সাতটি। সর্বশেষ জগৎবন্ধুতে গেয়েছেন বেশ কয়েকটি অপরিচিত গান। ভবা পাগলা, জালালুদ্দীন খাঁ, উকিল মুন্সীর গান জোগাড় করতে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। এখন কাজ চলছে দূরবিন শাহর রচনাসমগ্র নিয়ে। রিংকুর ইচ্ছা, দূরবিন শাহর গান ভাওয়াইয়া শিল্পী অথবা লালনশিল্পী দিয়ে গাওয়ানোর।

পর মানুষে দুঃখ দিলে গাওয়া রিংকুর প্রথম একক অ্যালবাম ‘জগৎ বন্ধু’। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম ‘বাউল বেশে রবিঠাকুর’। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম।

ব্যান্ডদল গড়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।

আরও দেখুনঃ 

Exit mobile version