আমার ঘর খানায় [ Amar Ghor Khanay ]

আমার ঘর খানায় [ Amar Ghor Khanay ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ আজহারুল ইসলাম উজ্জল [ Azharul Islam Ujjal ]

 

মধু হই হই বিষ খাওয়াইলা

 

আমার ঘর খানায়

আমার এ ঘর খানায় কে বিরাজ করে ৷
আমি জনম ভরে একদিন
দেখলাম না রে ॥

নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাই নে এই নয়নে
হাতের কাছে যার, ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাই নে তারে ॥

সবে বলে প্রাণ- পাখি
শুনে চুপে চোপে থাকি
জল কি হুতাশন, মাটি কি পবন
কেউ বলে না একটা নির্ণয় করে ॥

আপন ঘরের খবর হয় না
বাঞ্চা করি পরকে চেনা
লালন বলে, পর বলতে পরমেশ্বর
সে কিরূপ আমি কিরূপ রে ॥

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

লালন শাহ :

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।

তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

 

আমার ঘর খানায়
লালন শাহ্‌

 

আমার ঘর খানায় [ Amar Ghor Khanay ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment