Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমার মতো এতো সুখী (1997) [ Amar moto atto shukhi ]

আমার মতো এতো সুখী” গানটি বাংলা চলচিত্র “বাবা কেন চাকর” থেকে নেয়া হয়েছে । গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং গানটি গেয়েছেন খালিদ হাসান মিলু । 

আমার মতো এতো সুখী [ Amar moto atto shukhi ]

গীতিকারঃ মোহাম্মদ রফিকউজ্জামান 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ খালিদ হাসান মিলু 

 

বাবা কেন চাকর ছবির পোষ্টার

 

আমার মতো এতো সুখী [ Amar moto atto shukhi ]

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।

জানি এই বাঁধন চিড়ে গেলে কভু

আসবে আমার মরণ।

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন।

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম।

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম।

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন,

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন।

খালিদ হাসান মিলু

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা একন।

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন

ঝরালো মায়ার বাঁধন,

মোহাম্মদ রফিকউজ্জামানঃ

মোহাম্মদ রফিকউজ্জামান । বাংলাদেশী গীতিকবি ও লেখক

মোহাম্মদ রফিকউজ্জামান বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি মোহাম্মদ রফিকউজ্জামান ঝিনাইদহ জেলার লক্ষ্নীপুরের ফুরসুন্দিতে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি যশোর জেলার সদর উপজেলার খড়কীতে। তার বাবার নাম শাহাদাত আলী এবং মায়ের নাম সাজেদা খাতুন। ১৯৬৫ সাল থেকে বাংলাদেশে বেতারে নিয়মিত গীতিকার হিসেবে কাজ করছেন মোহাম্মদ রফিকউজ্জামান। ইতিমধ্যে তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় দুই হাজার। ১৯৭৩ সাল থেকে তিনি নিয়মিত ভাবে চলচ্চিত্রের জন্য গান লিখছেন ।

খালিদ হাসান মিলুঃ

 

আমার মতো এতো সুখী গানের গায়ক খালিদ হাসান মিলু  ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি এবং মিক্সড ও ডুয়েট

এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন।মিলুর সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ সালের প্রথমার্ধে।১৯৮০ সালে তার প্রথম এ্যালবাম ‘ওগো প্রিয় বান্ধবী’ প্রকাশিত হয়।১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

মিলু ২০০৫ সালের ২৯ মার্চ মৃত্যুবরণ করেন।

আরও দেখুনঃ

Exit mobile version