Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমার মন তো বসে না গৃহ কাজে [ Amar Mon Tw Boshe Na ]

আমার মন তো বসে না গৃহ কাজে

আমার মন তো বসে না গৃহ কাজে [ Amar Mon Tw Boshe Na Griho Kaje ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ জান্নাতুল ফেরদৌসি রিতু [ Jannatul Ferdousi Ritu ]

 

আমার মন তো বসে না গৃহ কাজে [ Amar Mon Tw Boshe Na ]

আমার মন তো বসে না গৃহ কাজে

আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।

সজনি গো….
কি করিব কোথা যাব
এ দুঃখ কারে জানাবো
মন মেলে তো মানুষ মেলে না ।।
ওরে কারো কথা কেউ শোনে না গো
হায়রে কারো কথা কেউ শোনে না
যার যেভাবে বোঝে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে

সজনী গো…..
লাওয়া তিন তারে টানা
মধ্যের তারে আনাগোনা
প্রেম রসে মধুরও ঝংকারে ।।
আমি মধুরে বঞ্চিত হইলাম ভব রসে মজে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে

আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

লোকসঙ্গীত ঃ

লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।

 

লোকসঙ্গীত এর বৈশিষ্ট্য

 

 

আমার মন তো বসে না গৃহ কাজে [ Amar Mon Tw Boshe Na ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version