আমার মন মজাইয়া রে [ Amar Mon Mojaiya Re ]

আমার মন মজাইয়া রে [ Amar Mon Mojaiya Re ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ নাজমুল হক জয় [ Nazmul Haque Joy ]

 

আমার মন মজাইয়া রে

 

আমার মন মজাইয়া রে

আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ,
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও …

একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

ও মুর্শিদ ও ..

একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
পলকে পলকে ওঠে পানি রে।
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

ও মুর্শিদ ও ..

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

শাহ আবদুল করিম :

উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

এর আগে-পরে শাহ আবদুল করিমকে নিয়ে সুমনকুমার দাশের ‘বাংলা মায়ের ছেলে : শাহ আবদুল করিম জীবনী’ (অন্বেষা প্রকাশন), ‘সাক্ষাৎকথায় শাহ আবদুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘শাহ আবদুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম’ (উৎস প্রকাশন), ‘গণগীতিকার শাহ আবদুল করিম’ (উৎস প্রকাশন) প্রকাশিত হয়। সর্ব শেষ ২০১৬ সালে ঢাকার প্রখ্যাত প্রকাশনাসংস্থা প্রথমা থেকে প্রকাশিত হয় সুমনকুমার দশের ‘শাহ আবদুল করিম : জীবন ও গান’ বইটি।

এ বইটি ইতোমধ্যেই একটি প্রামণ্য জীবনী হিসেবে বোদ্ধামহলে স্বীকৃতি আদায় করে নিয়েছে। এ বইটিতে করিমের নির্বাচিত বেশ কিছু গানও সংকলিত হয়েছে। শাহ আবদুল করিমের জীবনভিত্তিক প্রথম উপন্যাস সাইমন জাকারিয়া রচিত “কূলহারা কলঙ্কিনী” প্রকাশিত হয়েছে ২০১৭ খ্রিষ্টাব্দে।

 

আমার মন মজাইয়া রে

 

আমার মন মজাইয়া রে [ Amar Mon Mojaiya Re ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment