![আমার মর্জিনা রে (2018) [ Amar Morjina Re ] 1 আমার মর্জিনা রে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-66.jpg)
“আমার মর্জিনা রে” এটি কামরুজ্জামান রাব্বীর গাওয়া আরও একটী গান।
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কামরুজ্জামান রাব্বী ।
আমার মর্জিনা রে [ Amar Morjina Re ]
ভাবিস কি তুই মনে মনে
ভাবিস কি তুই মনে মনে
মনে মনে মরে করি না
আমার-মর্জিনা রে
আমি আইজো তোরে ভুলতে পারি নাই
ভাবিস কি তুই মনে মনে
ভাবিস কি তুই মনে মনে
মনে মনে মরে করি না
আমার-মর্জিনা রে
আইজো তোরে ভুলতে পারি না
আমার-মর্জিনা রে
আইজো তোরে ভুলতে পারি না
আমি মুক্তি যুদ্ধে গেছিলাম রে
পাকা কথা দিয়া রে পাকা কথা কথা দিয়া
আইসা দেখি তর মর্জিনা
হইয়া গেছে বিয়ারে
হইয়া গেছে বিয়া।।
আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম
পাকা কথা দিয়া
আইসা দেখি তর মর্জিনা
হইয়া গেছে বিয়ারে
হইয়া গেছে বিয়া।।
আমি সে দিন থাইকা কোন মাইয়্যা
সে দিন থাইকা কোন মাইয়্যার প্রেমে পড়ি না…
আমার মরিজিনা রে
আইজো তোরে ভুলতে পারি না
আমার মর্জিনা রে
আইজো তোরে ভুলতে পারি না ।।
আমি নয় মাস পরে ফিরা আইলাম
যুদ্ধ কইরা জয়গো যুদ্ধ কইরা জয়।
মর্জিনা তো পরের ঘরে
পাড়ার লোকে কয়গো পাড়ার লোকে কয়।
আমি নয় মাস পরে ফিরা আইলাম
যুদ্ধ কইরা জয়গো যুদ্ধ কইরা জয়।
মর্জিনা তো পরের ঘরে
পাড়ার লোকে কয়গো পাড়ার লোকে কয়।
বুকটায় আমার ফাইট্টা গেছে
বুকটায় আমার ফাইট্টা গেছে
কইতে পারি নাই।
আমার মরিজিনা রে
আইজো তোরে ভুলতে পারি না ।।
আমার মরিজিনা রে
আইজো তোরে ভুলতে পারি না ।।
ভাবিস কি তুই মনে মনে
ভাবিস কি তুই মনে মনে
মনে মনে মরে করি না
আমার মর্জিনা রে
আইজো তোরে ভুলতে পারি না
মনে মনে মরে করি না
আমার মর্জিনা রে
আইজো তোরে ভুলতে পারি না।
আমি আইজো তোরে ভুলতে পারি নাই।।
কামরুজ্জামান রাব্বিঃ
আমি তো ভালা না – ২ গায়ক কামরুজ্জামান রাব্বি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী । তিনি তার লোকগান গাওয়ার জন্য বেশ জনপ্রিয় । মাছরাঙা টেলিভিশন-এর লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন রাব্বি। এরপর ‘আমিতো-ভালা না’ শিরোনামের গান দিয়ে দিয়ে আলোচনায় আসেন এ শিল্পী।
আরও দেখুনঃ