![আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ] 1 আমার মাটিরও পিঞ্জিরায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_236,h_250/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/52313be487069-images.jpg)
“আমার মাটির পিঞ্জিরায়” গানটি লিখেছেন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক উস্তাদ শাহ আবদুল করিম ।
আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম।
আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ]
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
![আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ] 2 আমার মাটিরও পিঞ্জিরায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_190,h_285/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Shah_a_k-200x300.jpg)
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
তোমারে পুষিলাম কত আদরে
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
শাহ্ আব্দুল করিমঃ
![আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ] 3 আমার মাটিরও পিঞ্জিরায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_285,h_192/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-16.jpg)
আমার মাটিরও পিঞ্জিরায় গীতিকার শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।