আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ]

আমার মাটিরও পিঞ্জিরায়
শাহ আব্দুল করিম

“আমার মাটির পিঞ্জিরায়” গানটি লিখেছেন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক উস্তাদ শাহ আবদুল করিম । 

 

 

আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ]

গীতিকারঃ শাহ্‌ আব্দুল করিম

আমার মাটিরও পিঞ্জিরায় [ Amar Matri o Pinjiray ]

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি

আমার মাটিরও পিঞ্জিরায়
শাহ্‌ আব্দুল করিম

কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,
তোমারে পুষিলাম কত আদরে
মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
কে শোনাবে মধুর বুলি বল আমারে ,
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তুমি আমার আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে ,
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে

শাহ্‌ আব্দুল করিমঃ

আমার মাটিরও পিঞ্জিরায়
শাহ আব্দুল করিম

আমার মাটিরও পিঞ্জিরায় গীতিকার শাহ আবদুল করিম  একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।

স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে।
২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। 

আরও দেখুনঃ

Leave a Comment