Amar Swapna Tumi [ আমার স্বপ্ন তুমি ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ আজহারুল ইসলাম উজ্জল [ Azharul Islam Ujjal ]
Amar Swapna Tumi
Amar swapna tumi ogo chiro diner sathi
Amar swapno tumi ogo chirodiner shathi
Tumi shurjo otha bhor amar
aar taray bhora raati
Amar shopno tumi ogo chiro diner sathi
Ami tomar chaya
Tomar akash nile ami
snigdho megher maya
Tomay kache peye
Prithibi-te ke aar shukhi
bolo amar cheye (x2)
Tomay kache peye
Hater aaral diye bachao
jhorer mukhe baati
Amar sopno tumi ogo chirodiner shathi
Tumi chero-na haat pothe
jodi andhar ashei neme
Grohon joto koro amay
totoi bandho preme (x2)
Pashe-i amar thako
Jibon take shanti diye
shobuj kore rakho
pashe-i amar thako
Tomar pujar dukkho shukher
premer mala gathi
Amar swapno tumi
ogo chiro diner shathi
Tumi surjo otha vor amar
aar taray vora raati
hm hm hm…
![আমার স্বপ্ন তুমি [ Amar Swapna Tumi ] 3 Google news](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_142,h_106/https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
কুমার শানু :
কুমার শানু (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক। তিনি ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক এওয়ার্ড পান পর পর পাঁচ বছর। তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে।
কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তার পৈতৃক বাড়ী ও জন্মস্থান ঢাকার অদূরে বিক্রমপুরের হাসাড়া গ্রামে।তিনি জীবিকার তাগিদে কলকাতায় চলে যান এবং কুমার সানু কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শানুকে গান ও তবলা শিখান।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন। পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক।
Amar Swapna Tumi [ আমার স্বপ্ন তুমি ] নিয়ে কভার ঃ
আরও দেখুনঃ