আমার হাত বান্ধিবি – শাহ আবদুল করিম | সাহানা বাজপেয়ী [ Amar Hath Bandhibi Paa Bandhibi Lyrics ]

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি গানটি গানটি বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিমের লেখা আরেকটি জনপ্রিয় গান । একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি লিরিক্স

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?

আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল,
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল

আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল

আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি
অনুরাগ বান্ধিবি কেমনে?
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?

আমি না দিলাম কুলিতে কালি
কলঙ্কেরই জ্বালা
না হয় হইলো সে মোরই
অঙ্গেরই মালা

আমি না দিলাম কুলিতে কালি
কলঙ্কেরই জ্বালা
না হয় হইলো সে মোরই
অঙ্গেরই মালা

আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি
কপাল বান্ধিবি কেমনে?
আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি
কপাল বান্ধিবি কেমনে?

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

 

Amar Hath Bandhibi Paa Bandhibi Lyrics

Amar haat bandhibi, pa bandhibi
Mon bandhibi Kemone? 
Amar Chokh bandhibi,mukh bandhibi
Poran bandhibi Kemone? 

Amar haat bandhibi,pa bandhibi
Mon bandhibi Kemone? 
Amar Chokh bandhibi,mukh bandhibi
Poran bandhibi Kemone? 

Ami na gelam jomunar ghaate
Na tulilam jol, 
Na herilam tare sokhi
Na hoilam chonchal

Ami na gelam jomunar ghaate
Na tulilam jol, 
Na herilam tare sokhi
Na hoilam chonchal

Amar icche bandhibi, sohag bandhibi
Anurag bandhibi kemone?
Amar haat bandhibi,pa bandhibi
Mon bandhibi Kemone? 
Amar Chokh bandhibi,mukh bandhibi
Poran bandhibi Kemone? 

Ami na dilam kulite kali
Kolongker Eii jala 
Na hoy hoilo se mor e
Onger Eii mala

Ami na dilam kulite kali
Kolongker Eii jala 
Na hoy hoilo se mor e
Onger Eii mala

Amar ghor bandhibi,poth bandhibi 
Kopal bandhibi kemone? 
Amar ghor bandhibi,poth bandhibi 
Kopal bandhibi kemone? 

Amar haat bandhibi,pa bandhibi
Mon bandhibi Kemone? 
Amar Chokh bandhibi,mukh bandhibi
Poran bandhibi Kemone? 
Amar Chokh bandhibi,mukh bandhibi
Poran bandhibi Kemone? 

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি লিরিক্স-সাহানা বাজপেয়ী-[Amar Hath Bandhibi Paa Bandhibi Lyrics-Sahana Bajpaie]
সাহানা বাজপেয়ী

সাহানা বাজপেয়ীর গাওয়া:

https://youtu.be/PA7DKlXCYdU

 

সাহানা বাজপেয়ী (জন্ম: 6 ফেব্রুয়ারি) হলেন একজন ভারতীয় গায়ক-গীতিকার এবং বাংলা ভাষায় একজন সমসাময়িক রবীন্দ্রসংগীত কণ্ঠশিল্পী । শান্তিনিকেতনে জন্ম , তিন বছর বয়সে তিনি গান গাইতে শুরু করেন। তিনি ২০০৭ সালে তার প্রথম অ্যালবাম নোটুন কোরে পাবো বলে প্রকাশ করেন , যা ছিল রবীন্দ্র সঙ্গীতের একটি সংগ্রহ। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন সঙ্গীতশিল্পীর সাথে তার দ্বিতীয় অ্যালবাম শিখওর ২০১৪ সালে প্রকাশিত হয়। সাহানার দ্বিতীয় রবীন্দ্র সঙ্গীত অ্যালবাম যা বোলো তাই বোলো  ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল [  এবং সর্বশেষ একক অ্যালবাম, 2016 সালে , মন বাঁধিবি কেনে ।

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি লিরিক্স-সাহানা বাজপেয়ী-[Amar Hath Bandhibi Paa Bandhibi Lyrics-Sahana Bajpaie]
সাহানা বাজপেয়ী
২০১২ সালে, তিনি Q দ্বারা পরিচালিত ভারতীয় বাংলা ফ্যান্টাসি ফিল্ম তাসের দেশ -এ তার প্রথম প্লেব্যাক করেন । শায়ান চৌধুরী অর্ণবের পাশাপাশি বেশ কিছু গান লিখেছেন তিনি।

সঙ্গীত গুরকুলের আয়োজনে:

 

আরও দেখনঃ

Leave a Comment