আমায় দিও কল লিরিক্স: আমায় দিও কল লিরিক্স রিপন নামের যে সমস্ত অর্থ রয়েছে সে সমস্ত অর্থ গুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো এবং উল্লেখযোগ্য একটি অর্থ হলঃ “দিগন্তের প্রথম আলো”
আমায় দিও কল লিরিক্স | amay diyo call lirics | ripon da
SongVoice & Lyrics by: Ripon Da
Composed by: Dj Alvee
Starring: Full Ajaira Team
আমায় দিও কল লিরিক্স
আই লাভ ইউ
আম গাছে আম ফলে
ধুমরো ফলে চলে
দূর থেকে কিস দিলাম
তুলে নাউ গালে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উকুশ মাথায় দিয়ে দরজা
খুলে দেখুম যারে
তারে করুম বিয়ে।
বন্ধ তুমি এক হলে
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব
আমি সারা রাত।
আই লাভ ইউ
আম গাছে আম নেই
ডিল কেন মার?
তোমার সাথে প্রেম
নেই চোখ কেন মার?
রাজার যেমন রাজ্য থাকে
আমার আছ তুমি
তোমায় ছাড়া কেমনে
আমি থাকি বল!
আম গাছ জাম গাছ
কাঠাল গাছ লিচু গাছ
আজকাল মেয়েরা বেশির ভাগ
চিটিংবাজ! চিটিংবাজ !চিটিংবাজ।

কেন তুমি এসেছিলে আমার এই জীবনে?
সুখ টুকু কেরে নিয়ে
জল দিলে দুই নয়নে।
ভাল তোমায় বেসে ছিলাম
অনেক আশা করে
মনটা আমার ভেঙ্গে
দিলে সেটা কী করে।
বন্ধ তুমি এক হলে
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব
আমি সারা রাত।
আই লাভ ইউ…
আই লাভ ইউ…
জলে যখন নেমেছি
মাছ আমি ধরবই।
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবই।
আম চুক্কা জাম চুক্কা
চুক্কার নাই শেষ
রিপন মিয়া এগিয়ে চল
রিপন মিয়ার বাংলাদেশ।
হাই ফ্রেন্ড তোমরা সবাই ভাল আছ
ছেলেদের উদ্দেশ্যে একট ভিডিও
ছেলেরা সব সময় সত্য কথা বলে
বিশ্বাস করে মিথ্যাবাদী কে ।
তুমি আমি ফুলের কলি
ফুটব এক সাথে
তোমার আমার দেখা হবে
ফুল সজ্জা রাতে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উকুশ মাথায় দিয়ে দরজা
খুলে দেখুম যারে
তারে করুম বিয়ে।
বন্ধ তুমি এক হলে
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব
আমি সারা রাত।
বন্ধু তুমি সময় পেলে
দিয় আমায় মিস কল
তোমার সাথে কথা
বলব আমি সারাক্ষন।
হাই ফ্রেন্ড …
আম গাছে আম ফলে
ধুমরো ফলে চলে
দূর থেকে কিস দিলাম
তুলে নাউ গালে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উকুশ মাথায় দিয়ে দরজা
খুলে দেখুম যারে
তারে করুম বিয়ে।
তুমি আমি ফুলের কলি
ফুটব এক সাথে
তোমার আমার দেখা হবে
ফুল সজ্জা রাতে।

তুমি দিবে কিছু বা আমি দেব কিছু
সেই থেকে জন্ম নেবে
ছোট্ট একটা শিশু।
আই লাভ ইউ