যদি আমায় ভালোবাসো লিরিক্স | Jodi Amay Bhalobaso Lyrics | রাজীব শাহ্‌ | 2018

যদি আমায় ভালোবাসো লিরিক্স: তরুণ শিল্পীদের নিয়ে যাত্রা শুরু করলো নতুন মিউজিক চ্যানেল ‘গান এন্টারটেইনমেন্ট’। যাত্রা শুরু করার পর ইউটিউবে নিজস্ব এ মিউজিক চ্যানেল দর্শকপ্রিয় ছয় সঙ্গীতশিল্পী নিয়ে একটি করে গান প্রকাশ করেছে। প্রকাশিত হওয়ার পর মিউজিক চ্যানেলটির পাশাপাশি গানগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

যদি আমায় ভালোবাসো লিরিক্স | Jodi Amay Bhalobaso Lyrics | রাজীব শাহ্‌ | 2018

গীতিকারঃ রাজীব ‘শাহ্‌

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রাজীব’ শাহ্‌

 

যদি আমায় ভালোবাসো (2018) [Jodi Amay Bhalobaso]
রাজীব শাহ্‌

যদি আমায় ভালোবাসো লিরিক্স :

যদি-আমায় ভালোবাসো
তবে নব সেজে এসো
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।

খাজা খান জাহান অলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া,
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু আলী কলন্দর ছিলেন খোয়াব খিযির খিজ্রিয়া
শাহ জালাল জালালি
তোমার প্রেমের দুলালি ।।

অয়াইস কারনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের-বীণা বাজিয়ে।।

সৃষ্টি হয়ে নবী গোপন বেসে
সত্তর হাজার বছর ছিলেন ময়ূর এর বেশে,
অধীন কাঙ্গাল বলে পাপী তাপী উম্মত এর লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী মানুষের রুপ ধরিয়া।
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নবী তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নুর পেয়ালি নুরালী হয়ে
অনুরাগের-বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের-বীণা বাজিয়ে।।

YaifwwriN4BzRFCyqbslL4 যদি আমায় ভালোবাসো লিরিক্স | Jodi Amay Bhalobaso Lyrics | রাজীব শাহ্‌ | 2018
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়।

ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।

প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন।

বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।

অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বাউল নামে এক অধ্যাত্মবাদী চারণকবি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। মনে করা হয়, তান্ত্রিক কর্তাভজা সম্প্রদায় ও ইসলামি সুফি দর্শনের ব্যাপক প্রভাব পড়েছিল এঁদের গানে। বাউলরা তাদের চিরন্তন অন্তর্যামী সত্ত্বা মনের মানুষ-এর ঘুরে ঘুরে গান গাইতেন এবং ধর্মে ধর্মে অযৌক্তিক ভেদাভেদ ও আনুষ্ঠানিকতার কথা তুলে ধরতেন। কুষ্টিয়ার লালন ফকিরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাউল মনে করা হয়। তিনি ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিত্ব ছিলেন।

বাউল সঙ্গীতের আরও কয়েকজন বিশিষ্ট নাম হলেন মধ্যযুগের হাসন রাজা এবং আধুনিক যুগের বাউলসম্রাট শাহ আবদুল করিম ও বাউল-সম্রাট পূর্ণদাস বাউল৷

 

যদি আমায় ভালোবাসো লিরিক্স | Jodi Amay Bhalobaso Lyrics | রাজীব শাহ্‌ | 2018
রাজীব ‘শাহ্‌

 

আরও দেখুনঃ 

Leave a Comment