আমি অপার হয়ে লিরিক্স [ Ami Opar Hoye Lyrics ]
লালন সাঁই
সালমা । Salma
সালমা আক্তার (জন্মঃ ১ জানুয়ারি ১৯৯১) হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন।
আমি অপার হয়ে লিরিক্স [ Ami Opar Hoye Lyrics ] । লালন সাঁই । সালমা । Salma
আমি অপার হয়ে লিরিক্স
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
আমি তোমা বিনে, আমি তোমা বিনে
ঘোর সংকটে
না দেখি উপায়।।
পাড়ে লয়ে যাও আমায়।।
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পাড়ে লয়ে যাও আমায়।।
নাহি আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন,
নাম শুনেছি পতিত-পাবন-
তাইতে দিই দোহাই।।
পাড়ে লয়ে যাও আমায়।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
ফকির লালন, ফকির লালন কয়,
অকুলের পতি
কে বলবে তোমায়।।
পাড়ে লয়ে যাও আমায়।।
Ami Opar Hoye Lyrics
Ami Aka Roilam Ghat E
Bhanu She Boshilen Paat E -2
Ami Toma Bin E Ghor Shonkote-2
Na Dekhi Upaay
Pare Loye Jao Amay
Ami Opaar Hoye Boshe Achi
Ohe Doyamoy
Pare Loye Jao Amay
Nahi Amar Bhojon Shadhon
Chirodin Ku Pothe Gomon-2
Nam Shunechi Pothic Pobon-2
Tai To Dei Dohaai
Pare Loye Jao Amay
Awgotir Na Dile Goti
Oi Name Robe Okkhaty-2
Fokir Lalooon Koy O Kuler Poty
Ke Bolbe Tomaay
Parey Loye Jao Amay
Ami Opaar Hoye Boshe Achi
Ohe Doyamoy.
Pare Loye Jao Amay
আমি অপার হয়ে লিরিক্স [ Ami Opar Hoye Lyrics ] । লালন সাঁই । সালমা । Salma
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।
তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে।
তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে ছিল তার বসবাস এবং ঠাকুর-জমিদারদের প্রজা ছিলেন তিনি। উনিশ শতকের শিক্ষিত সমাজে তার প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবার বড় ভূমিকা রাখেন।