আমি আকাশ হতে পারি – মান্না দে, দীপঙ্কর চট্রোপাধ্যায়

আমি আকাশ হতে পারি — দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সুর ও কথায় রচিত এক অনুপ্রেরণামূলক বাংলা গান, যা গেয়েছেন কিংবদন্তি শিল্পী মান্না দে। এই গানে মানুষের আত্মবিশ্বাস, স্বপ্নপূরণ ও সীমাহীন সম্ভাবনার সুন্দর বার্তা সুর ও কণ্ঠে মিশে গেছে অনন্যভাবে।

 

মান্না দে
মান্না দে

 

আমি আকাশ হতে পারি

আমি আকাশ হতে ‘পারি যদি সূর্য জ্বেলে দাও l
আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও ll
আমি সাগর হতে পারি যদি কুল হারাতে আসো l
আমি দোসর হতে পারি যদি তেমনি ভালোবাসো ll

আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও
আমি আকাশ ‘হতে পারি যদি সূর্য জ্বেলে দাও l
আমি বালুকা হতে পারি যদি নামের আখর আঁকো l
আমি বেনুকা হতে পারি যদি সেই চেনা সুরে ডাকো ll

আমি পাখি হতে পারি যদি নীড় কোন এক বাঁধো l
আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়েই কাঁদো ll
আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও যদি ফাগুন ঢেলে দাও.
আমি আকাশ’ হতে পারি যদি সূর্য জ্বেলে দাও।

Leave a Comment