Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমি চাঁদকে বলি লিরিক্স [ Ami Chad Ke Boli Lyrics ] । শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab

আমি চাঁদকে বলি লিরিক্স [ Ami Chad Ke Boli Lyrics ]

শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab

 

 

আমি চাঁদকে বলি লিরিক্স [ Ami Chad Ke Boli Lyrics ] । শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab

 

আমি চাঁদকে বলি লিরিক্স

 

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা..
মা..যে আমার সবার সেরা,অনন্তকাল অবিরত..
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল
হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাইনা আমি
মাকে ছেড়ে চাইনা আমি..হীরা মানিক কতশত..
আমি চাঁদকে বলি, তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা-যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা
হয়না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা..
মা-যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা
হয়না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা..
মার পরশে যায় যে মুছে ….
মার ..পরশে যায় যে মুছে সকল বেদনা যত…
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা..
মা যে আমার সবার সেরা,অনন্তকাল অবিরত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মত

 

আরও দেখুনঃ

 

 

Exit mobile version