![আমি জানি গো বন্ধুয়ার [ Ami Jani Go Bondhuar ] 1 আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_201,h_251/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/images-26.jpg)
“আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা” গানটি লিখেছেন আব্দুল মালেক সরকার এবং গানটি গেয়েছেন জান্নাতুল রিমা ।
আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা [ Ami Jani Go Bondhuar ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ জান্নাতুল রিমা ।
আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা [ Ami Jani Go Bondhuar ]
তোমরা আমায় কি বুঝাইবা
আমার অন্তর পুঁইড়া কয়লা
আমি-জানি গো
বন্ধুয়ার পিরিতের কত জ্বালা-
এই জগতে প্রেম করিয়া
কে রইয়াছে ভালা
উপরন্ত দেখতে ভালা
আমার অন্তর পুঁইড়া কয়লা
![আমি জানি গো বন্ধুয়ার [ Ami Jani Go Bondhuar ] 2 আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_224,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-06T163915.422.jpg)
আমি-জানি গো বন্ধুয়ার
পিরিতের কত জ্বালা-
যুগের পর যুগ রইলাম
বন্ধু গেঁথে নামের মালা
নেয়না মালা দেয়না গলায়
করে ছলাকলা
আমি-জানি গো বন্ধুয়ার
পিরিতের কত জ্বালা-
দুঃখের পরে সুখ রয়
বন্ধু জ্বালার পরে ভালা
কয় মালেকে কয় আসবেন কবে
বন্ধু চিকন কালা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতের কত জ্বালা..
আরও দেখুনঃ