আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ]

দলছুট । Dalchhut

সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

 

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর, ১৯৬৪ – ১৯ নভেম্বর, ২০০৭) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক। তিনি বাংলা ব্যান্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন।

সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন।

তিনি বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নভেম্বর ১৫, ২০০৭ সালে আকস্মিকভাবে অসুস্থ বোধ করার কারণে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

তিন দিন পর নভেম্বর ১৯ তারিখে আইসিইউ শাখায় তিনি মৃত্যুবরণ করেন।

 

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

 

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

আমি তোমাকে বলে দেব লিরিক্স

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল,
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া।

 

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

 

তবে এই হোক
তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।

ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।

 

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

 

Ami Tomakei Bole Debo Lyrics

Ami tomakei bole debo
Ki je eka dirgho raat
Ami hete gechi biran pothe
Ami tomakei boley debo
Sei bhule bhora golpo
Kora nere gechi bhul dorojay
Chuye kannar rong, Chuye jochnar chaya
Ami kauke bolini se naam
Keu janena na jane aral
Jane kannar rong, jane jochonar chaya
Tobe ei hok teere jagug plabon
Din hok labonyo hridoye shrabon
Tumi kannar rong tumi joshnar chaya

 

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

 

Ami tomakei bole debo
Ki je eka dirgho raat
Ami hete gechi biran pothe
Ami tomakei boley debo
Sei bhule bhora golpo
Kora nere gechi bhul dorojay
Chuye kannar rong, Chuye jochnar chaya

 

https://youtu.be/-MMlpgina_E

আমি তোমাকে বলে দেব লিরিক্স [ Ami Tomakei Bole Debo Lyrics ] । দলছুট । Dalchhut । সঞ্জীব চৌধুরী । Sanjeeb Chaudhury

আরও দেখুনঃ

মানুষ একটা লিরিক্স [ Manush Ekta Lyrics ] । গামছা পলাশ । Gamcha Palash

 

Leave a Comment