আমি তোমারই প্রেম ভিখারী [ Ami Tomari Prem Vikhari ]

আমি তোমারই প্রেম ভিখারী [ Ami Tomari Prem Vikhari ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ মাইশা শওকত [ Maisha Shawkot ]

 

 

Music Gurukul Logo 512x512

আমি তোমারই প্রেম ভিখারী

 

আমি তোমারই প্রেম ভিখারিভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানেআমি তোমারই, তুমি আমারইপাশে থেকো জীবনে মরণে গোপাশে থেকো জীবনে মরণে
বুকেরই ভিতরে আন্ধার কুটিরেতুমি ওগো চান্দের বাতি
চোখেরই মণিতে শয়নে-স্বপনেআছো তুমি দিবস রাতি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানেআমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানে
তোমারে আমি যে কত ভালোবাসি গোবোঝাব, কেমনে বোঝাব?
তোমারে না পেলে জানি আমি, জানি গোমরিব, অকালে মরিব
ভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানেআমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানে
ভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানেভালোবেসে ঠাঁই দিও পরানে গোভালোবেসে ঠাঁই দিও পরানে
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

সৈয়দ আব্দুল হাদী :

সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

সৈয়দ আব্দুল হাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরীয়ান হিসেবে কাজ করেছেন।

সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’। সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করেছিলেন লাকী আখ্‌ন্দ। এই চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সখি চলনা, সখি চলনা জলসা ঘরে এবার যাই’- গেয়েছেন সৈয়দ আবদুল হাদী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আবদুল হাদীর প্রথম রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’। সৈয়দ আবদুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যুগিয়েছেন।

 

আমি তোমারই প্রেম ভিখারী

 

আমি তোমারই প্রেম ভিখারী [ Ami Tomari Prem Vikhari ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment