আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ]

Yoddha

অরিজিৎ সিং । Arijit Singh

 

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

অরিজিৎ সিং (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। ।

অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে। সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন।

এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি।

গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়। তবে ২০১৩ সালে মুকেশ ভাট এর আশিকি ২ মুভিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

 

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

বিশেষ করে ঐ ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সকল সংগীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন।

এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়।  গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান।

এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সংগীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

আমি তোমার কাছে লিরিক্স

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

হালকা হাওয়ার মতন
চাইছি এসো এখন,
করছে তোমায় দেখে
অল্প বেইমানি মন

বাঁধবো তোমার সাথে
আমি আমার জীবন

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার।

চাইলে আস্কারা পাক
বেঁচে থাকার কারণ,
আজকে হাত ছাড়া যাক
হুম.. ব্যাস্ততার আর বারণ

লিখবো তোমার হাতে
আমি আমার মরণ

 

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার,
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার

 

Ami Tomar Kache Lyrics

Ami tomar kache rakhbo
Aaj moner kotha harar
Diye tomar kajol ankbo
Aaj sharadinta amar

Tumi brishti hoye namle
Tumi brishti hoye namle
Aar gumro chinta amar…

Ami tomar kache rakhbo
Aaj moner kotha harar
Diye tomar kajol ankbo
Aaj sharadinta amar

Halka hawar moton…
Chaichi esho ekhon
Korche tomay dekhey…
Alpo beimani mon

Bandhbo tomar sathe…
Ami amar jibon

 

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

 

Ami tomar kache rakhbo
Aaj moner kotha harar
Diye tomar kajol ankbo
Aaj sharadinta amar

Chaile ashkara paak…
Benche thakar karon
Aajke haat chara jaak…
Hm beshto tar-ar baron

Likhbo tomar haate…
Ami amar moron

Ami tomar kache rakhbo
Aaj moner kotha harar
Diye tomar kajol ankbo
Aaj sharadinta amar

Tumi brishti hoye namle
Tumi brishti hoye namle
Aar gumro chinta amar…

আমি তোমার কাছে লিরিক্স [ Ami Tomar Kache Lyrics ] । Yoddha । অরিজিৎ সিং । Arijit Singh

আরও দেখুনঃ

Leave a Comment