আমি তোমার ছবি আকবো বলে [ Ami Tomar Chobi Akbo Bole ]

“আমি তোমার ছবি আকবো বলে” গানটি একটি মাইজভান্ডারী গান ।  গানটি লিখেছেন উজ্জল হাসান ।

আমি তোমার ছবি আকবো বলে [ Ami Tomar Chobi Akbo Bole ]

গানের জনরাঃ মাইজভান্ডারী গান 

আমি তোমার ছবি আকবো বলে [ Ami Tomar Chobi Akbo Bole ]

আমি তোমার ছবি আকবো বলে

মনতুলিতে রঙ মাখাই

দেখা দাওগো ও প্রাণনাথ

এঁকে শান্তি পাই ।।

 

কালবরণ গরণ তোমার

একবার দেখা দাও গো আমায়

দেখতে ইচ্ছা হয় ।।

কালবরণ গরণ তোমার

একবার দেখা দাও গো আমায়

দেখে শান্তি পাই।

তোমার দেখা না পাইলে

আমার প্রাণে বাঁচা হলো দায়

দেখা দাওগো ও প্রাণনাথ

এঁকে শান্তি পাই ।।

 

শুনে তোমার মুখের বানী দরদী রে ।।

চটপট করে পরাণ খানি

ঘরে থাকা দায় ।।

 

তোমার মধুর বাণী না শুনিলে

আমি কি দিয়া প্রান জুরাই

দেখা দাও গো হে প্রাণ নাথ

ডেকে শান্তি পাই ।।

 

উজ্জল ভান্ডারী রাখল বলে

শহীদ বাবার, একবার তোমার দেখা পেলে

আর কিছু না চাই ।।

 

আমায় নিদান কালে ফেলে যাইও না ।।

তোমার চরণ তলে দিও ঠাই

দেখা দাও গো হে প্রাণ নাথ

ডেকে শান্তি পাই ।।

 

আমি তোমার ছবি আকবো বলে

মনতুলিতে রঙ মাখাই

দেখা দাওগো ও প্রাণনাথ

এঁকে শান্তি পাই ।।

মাইজভান্ডারী গানঃ

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

Leave a Comment