![আমি তো ভালা না - ২ [ Ami To Vala Na - 2 ] 1 আমি তো ভালা না - ২](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_230,h_230/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/ab67616d0000b273794d1ba97217c96eca2a643e-300x300.jpg)
“আমি তো ভালা না – ২” গানটি গেয়েছেন বাউল সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বী এবং গানটি লিখেছেন প্লাবন কোরেশী ।
আমি তো ভালা না – ২ [ Ami To Vala Na – 2 ]
গীতিকারঃ প্লাবন কোরেশী
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কামরুজ্জামান রাব্বী
আমি তো ভালা না – ২ [ Ami To Vala Na – 2 ]
আমি তো ভালা না, পিরিতের মালা না
আমি তো ভালা না, পিরিতের মালা না
আমার শনে প্রেম করা কি চলে
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা লোকের দলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা.. লোকের দলে ।
চোখের নেশায় ভালোবাসায়
আগুন সম সর্বনাশা গো
আমি সেই আগুনে রাখবো মাথা
কোন সে মনো বলে,
আমি সেই আগুনে রাখবো মাথা
কোন সে মনো বলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা লোকের দলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা.. লোকের দলে ।
স্বার্থ বুঝে করলে পিরিত
হিতের চাইতে হয় বিপরীত
সখি তোমার প্রেমে জাত কুল-মান
সবই রসা তলে,
তোমার প্রেমে জাত কুল-মান
সবই রসা তলে
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা লোকের দলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা.. লোকের দলে ।
তোমার প্রেমে যত জ্বালা
বৃক্ষেরও নাই তত ডালা গো
আমার দুই চোখে দুই ব্যেথার নদী
পাখি তোমার ছলে,
দুই চোখে দুই ব্যেথার নদী
পাখি তোমার ছলে
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা লোকের দলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা.. লোকের দলে ।
আমি তো ভালা না, পিরিতের মালা না
আমি তো ভালা না, পিরিতের মালা না
আমার শনে প্রেম করা কি চলে
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা লোকের দলে,
দোয়া করি তাই তো তুমি
ভালা লোকের দলে গো
ভালা.. লোকের দলে ।
কামরুজ্জামান রাব্বিঃ
![আমি তো ভালা না - ২ [ Ami To Vala Na - 2 ] 3 images 14 আমি তো ভালা না - ২ [ Ami To Vala Na - 2 ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/images-14.jpg)
আমি তো ভালা না – ২ গায়ক কামরুজ্জামান রাব্বি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী । তিনি তার লোকগান গাওয়ার জন্য বেশ জনপ্রিয় । মাছরাঙা টেলিভিশন-এর লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন রাব্বি। এরপর ‘আমিতো-ভালা না’ শিরোনামের গান দিয়ে দিয়ে আলোচনায় আসেন এ শিল্পী।
আরও দেখুনঃ