Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

আমি দেখিনি তোমায় লিরিক্স [ Ami Dkhini Tomay lyrics ] । গজল । Gojol । কলরব

আমি দেখিনি তোমায় লিরিক্স [ Ami Dkhini Tomay lyrics ]

গজল । Gojol

কলরব

 

 

আমি দেখিনি তোমায় লিরিক্স [ Ami Dkhini Tomay lyrics ] । গজল । Gojol । কলরব

আমি দেখিনি তোমায় লিরিক্স

আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি।
মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি।।
উহুদের ময়দানে রক্ত ঝরালে, দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য যাতে ছিলো শূন্য।
শত জ্বালাতন, সয়েছো তুমি
সেই কাহিনি শুনে কেঁদেছি।।
দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী, পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত।
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি।।

Ami Dkhini Tomay lyrics

Ami Dkhini Tomay Cokher Taray
Tobuo Tomay Valobesheci.
Moner Ei Canvas a, Tomar Chobi Vashe
Tomar Preme Jeno Porechi.
Uhuder Moydane Rokto Jhorale, Din Kayemer Jonno
Pathor Bukeo Fotale Ful, Monussho Jate Chilo Shunno.
Shoto Jalaton, Shoyeco Tumi
Shei Kahini Shune Kedeci..
Dare Dare Ghure Khodar Bani, Pouche Diyeco Din Rat
Chinlo Na Tomay Tayefbashi, Korlo je Shudhu Aghat.
Tomar Payer Pother Dhuli
Ei Cokhe Shurma Diyeci.

গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়।
আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন।
পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে।

পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।

আরও দেখুনঃ

Exit mobile version