আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai

আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ]

মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai

 

আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai

 

মমতাজ বেগম হলেন একজন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

 

আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai

আমি নষ্ট মনে লিরিক্স

আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai
আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম
আপনি বোঝাইয়া দিলে বুঝিতে সক্ষম
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
এইডা নাকি কঠিন রোগ ধরলে ছাড়েনা
যারে দেইখা হইলাম রোগী সেতো বোঝেনা
বোঝার যদি সাধ্য থাকত বুঝিয়া নিতাম
ডাক্তার হইয়া আমি গুরুর রোগ ছাড়াইতাম
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম
আপনি বোঝাইয়া দিলে বুঝিতে সক্ষম
মনের মধ্যে জ্বলে আগুন যখন তখন
পোড়া আগুন নিভানো গো বড়ই প্রয়োজন
জীবন দিয়া সেবা করতে চায় আমার মন
গুরুর সেবা বড় সেবা কয় গুরুজন
আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে
আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম
আপনি বোঝাইয়া দিলে বুঝিতে সক্ষম
আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে
মন আমার কি চায় বোঝাই কেমনে

 

পান্থ কানাই একজন বাংলাদেশী সংগীতশিল্পী, ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক। ২০০১ সালে তান্ডব ব্যান্ডের সঙ্গে তার অভিষেক অ্যালবাম মা প্রকাশ করেন।
পান্থ তান্ডব ব্যান্ডের সঙ্গে ২০০১ সালে তার অভিষেক অ্যালবাম মা প্রকাশ করেন, একই বছর তিনি আদম হাওয়া নামে আরেকটি অ্যালবাম প্রকাশ করেন।
আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai
 ২০০২ সালে মন কারিগর এবং ২০০৩ সালে তার সর্বশেষ একক অ্যালবাম নৌকা জমিন নাটাই প্রকাশ করেন। ২০০৩ সালে প্রকাশিত চুমকি-১ নামের অ্যালবামে সারেং বৌ (১৯৭৮) চলচ্চিত্রের বিখ্যাত “ওরে নীল দরিয়া” গানের পুনঃমিশ্রণ সংস্করণে কণ্ঠ দেন তিনি।
 একই অ্যালবামের জন্য দোস্ত দুশমন (১৯৭৮) চলচ্চিত্রের বিখ্যাত “চুমকি চলছে একা পথে” গানেরও পুনঃমিশ্রণে কণ্ঠ দেন পান্থ, যা ২০২০ সালে ১৯ অক্টোবর অনুমপ রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে পুনঃপ্রকাশ করা হয়।
বড় ভালো লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপ্ত “হায়রে মানুষ রঙ্গীন ফানুস” গানটি ২০০৫ সালে সাউন্ডটেকের প্রযোজনায় ডিজে মোর্তাজার সংগীত পরিচালনায় রঙ্গীন মানুষ নামের অ্যালবামে পুনঃমিশ্রণ সংস্করণ ব্যবহার করা হয়, যেখানে কণ্ঠ দেন পান্থ কানাই।

আরও দেখুনঃ

Leave a Comment